ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গল টেস্টে ভারতের দাপট

প্রকাশিত: ০৬:৪৪, ২৯ জুলাই ২০১৭

গল টেস্টে ভারতের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ তিনদিনেই গল টেস্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ভারত। তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে সফরকারীদের সংগ্রহ ১৮৯ রান। সবমিলিয়ে ৪৯৮ রানের বিশাল লিড ভারতের। ৭৬ রানে অপরাজিত আছেন অধিনায়ক বিরাট কোহলি। এর আগে প্রথম ইনিংসে ২৯১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ভারত করে ঠিক ৬০০ রান। বৃষ্টি বা ব্যতিক্রম কিছু না ঘটলে এই টেস্টে স্বাগতিক লঙ্কানদের পক্ষে হার এড়ানো অসম্ভব। ম্যাচে দারুণ এক রেকর্ডের অংশীদার হয়েছেন অতিথি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৫০ টেস্টে ২৭২ উইকেট নিয়ে ছাড়িয়ে গেছেন ডেনিস লিলিকে (২৬২ উইকেট, ১৯৮১ সাল), ভেঙ্গেছেন ৩৬ বছরের পুরনো রেকর্ড। আর ভারতের হয়ে অভিষেক ইনিংসে (প্রথম) ছক্কার (৩টি) নতুন নজির স্থাপন করেছেন তরুণ হারদিক পান্ডিয়া। এগিয়ে শুরুর পর দ্বিতীয় ইনিংসে কোহলি ও অভিনব মুকুন্দ ব্যাট চালিয়েছেন ঝড়ের গতিতে। ১১৪ বলে ৫টি চারে ৭৬ রানে অপরাজিত অধিনায়ক কোহলি। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো শিখর ধাওয়ান (১৪) ও চেতেশ্বর পুজারা (১৫) এবার সুবিধা করতে পারেননি। ৫৬ রানে তাদের বিদায়ের পর মুকুন্দের সঙ্গে জুটি বাঁধেন কোহলি। তাদের ১৩৩ রানের জুটিতে অনেকটাই শেষ হয়ে গেছে লঙ্কানদের ঘুরে দাঁড়ানোর আশা। দানুশকা গুনাথিলকার করা দিনের শেষ ওভারে এলবিডব্লিউ হয়ে যান নিজের আগের সেরা ৬২ ছাড়িয়ে ৮১ রান করা মুকুন্দ। তার বিদায় দিয়েই শেষ হয় দিনের খেলা। প্রথম ইনিংসের সেরা বোলার নুয়ান প্রদীপ এখনও কোন উইকেট পাননি। গুনাথিলকার আগে একটি করে উইকেট নেন দিলরুয়ান পেরেরা ও লাহিরু কুমারা। অধিনায়ক হেরাথ দিনের শেষদিকে আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছাড়েন। অবশ্য গুরুতর নয় তার চোট। এর আগে সকালে ৫ উইকেটে ১৫৪ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কার হয়ে দেখে শুনে দুই শ’ পার করেন অপরাজিত এ্যাঞ্জেলো ম্যাথুস ও দিলরুয়ান পেরেরা। ষষ্ঠ উইকেটে তাদের ৬২ রানের জুটি ভাঙ্গেন রবীন্দ্র জাদেজা। শেষ হয় ম্যাথুসের ৮৩ রানের ইনিংস। এরপর প্রায় একার লড়াইয়ে দলকে ২৯১ পর্যন্ত নিয়ে যান পেরেরা। নুয়ান প্রদীপের সঙ্গে পেরেরা গড়েন ৩৯ রানের জুটি। প্রদীপকে ফিরিয়ে লঙ্কানদের প্রতিরোধ ভাঙ্গেন হারদিক পান্ডিয়া। লাঞ্চের পর কুমারাকে বোল্ড করে স্বাগতিকদের গুটিয়ে দেন জাদেজা। সঙ্গীর অভাবে টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি পাননি পেরেরা। ১৩২ বলে ১০টি চার আর চারটি ছক্কায় অপরাজিত থাকেন ৯২ রানে।
×