ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওয়ালটন ঢাকা মহানগরী ফুটবল শুরু

টাঙ্গাইল ফুটবল একাডেমির শুভসূচনা

প্রকাশিত: ০৬:২৭, ২৮ জুলাই ২০১৭

টাঙ্গাইল ফুটবল একাডেমির শুভসূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন ঢাকা মহানগরী ফুটবল টুর্নামেন্টে’র প্রথম আসর। কমলাপুর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে জিতে টাঙ্গাইল ফুটবল একাডেমি শুভসূচনা করেছে। তারা ২-১ গোলে হারায় আছাদুজ্জামান ফুটবল একাডেমিকে। বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি ছিলেন কেএমজি কিবরিয়া (মিনিস্টার হাই-টেক পার্ক লিঃ-এর হেড অব ব্র্যান্ড এ্যান্ড কমিউনিকেশন্স)। আরও উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিঃ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল একলাখ ও রানার্সআপ দল ৫০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এছাড়া প্রত্যেকটি দল প্রত্যেক ম্যাচের জন্য পার্টিসিপেশন মানি পাবে। টুর্নামেন্টের ‘ক’ গ্রুপে রয়েছে টাঙ্গাইল ফুটবল একাডেমি, ড. ওয়াজেদ মিয়া ক্রীড়াচক্র ও আছাদুজ্জামান ফুটবল একাডেমি। ‘খ’ গ্রুপে মনসুর স্পোর্টিং ক্লাব, শান্তিনগর ক্লাব ও আরাফ স্পোর্টিং ক্লাব। ‘গ’ গ্রুপে আজমপুর ফুটবল ক্লাব উত্তরা, মীর হাজীরবাগ স্পোর্টিং ক্লাব ও বাফুফে অ-১৬ একাদশ। ‘ঘ’ গ্রুপে বিকেএসপি, রেইনবো এ্যাথলেটিক ক্লাব ও নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব। শেষ হলো অনুর্ধ-১৬ ফুটবল ক্যাম্প স্পোর্টস রিপোর্টার ॥ সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপকে লক্ষ্য রেখে দল নির্বাচনের চেষ্টায় বাফুফে। আশা ভবিষ্যতের তারকা খুঁজে বের করা। গোপালগঞ্জে শেষ হয়েছে প্রশিক্ষণ ক্যাম্প। সারাদেশের তৃণমূল পর্যায় যাচাই বাছাই শেষে ২১ দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করেছিল ফেডারেশন। নির্বাচিত ৩০ ফুটবলারকে নিয়ে খুলনা বিকেএসপিতে হবে ক্যাম্প। একের পর এক হার আর ব্যর্থতায় ভরা বাংলাদেশের ফুটবল। গোত্তা খেতে খেতে অবশেষে মাথা খুলেছে বাফুফের। নজর দিচ্ছে বয়সভিত্তিক দলগুলোর দিকে। জোর দেয়া হচ্ছে তৃণমূলে। দীর্ঘদিনের প্রচেষ্টায় সারাদেশ থেকে যাচাই-বাছাই করে অনুর্ধ-১৬ দলের জন্য ৬০ জনের সন্ধান পেয়েছে বাফুফে। ওদের নিয়ে গোপালগঞ্জে হয়েছে আবাসিক ক্যাম্প। জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফের উদ্যোগে নয় কোচের অধীনে রোজ দুই বেলা অনুশীলন হয়েছে। বাছাইকৃত ৬০ জনের মধ্যে সবশেষে বেছে নেয়া হয়েছে ৩০ জনকে। আগস্টে নেপালে সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা। আসরের জন্য দল নির্বাচনের চ্যালেঞ্জ কঠিন। এই ক্যাম্প কাজে আসবে বলে বিশ্বাস বাফুফের। সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম ম্যাচ ১৮ আগস্ট, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শেষ ম্যাচ ২২ আগস্ট ভুটানের বিপক্ষে। জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা আজ স্পোর্টস রিপোর্টার ॥ আজ শুক্রবার ঢাকার পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পাশে অবস্থিত আরই ব্যাটালিয়ন জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হবে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার ৪১তম আসর। প্রতিযোগিতা শুরু হবে দুপুর ৩টায়। এতে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের ৬৩ নৌকা। প্রতিযোগিতাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফেডারেশন কর্তারা। জানালেন, ভবিষ্যতে এই ইভেন্টে অলিম্পিকে পদক জিততে নেয়া হচ্ছে নানা পরিকল্পনা। প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এবারের আসরে অংশগ্রহণকারীদের উৎসাহ দেয়ার জন্য থাকছে বিভিন্ন রকমের পুরস্কার। জাতীয় নৌকাবাইচ উপভোগ করে থাকেন বুড়িগঙ্গা নদীর দু’পারের হাজার হাজার মানুষ। তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এবারের আসরে ৬টি ইভেন্ট হলো : ৭ মাঝি মহিলা গ্রুপ, ৭ মাঝি পুরুষ গ্রুপ, ২৫ মাঝি কোষা নৌকা গ্রুপ, ৫০ মাঝি ছিপ নৌকা গ্রুপ, ৫০ মাঝি (উর্ধ) সারেঙ্গী নৌকা গ্রুপ এবং ৫০ মাঝি (উর্ধ) বাচারী নৌকা গ্রুপ।
×