ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অচলাবস্থা নিরসনে আদালতের শরণাপন্ন ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:২৬, ২৮ জুলাই ২০১৭

অচলাবস্থা নিরসনে আদালতের শরণাপন্ন ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ দুই মাস পেরিয়ে গেছে। ক্রিকেটারদের সঙ্গে সমঝোতায় পৌঁছুতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এ কারণে দেশের ক্রিকেটে একটা অস্থিরতা বিরাজ করছে। কারণ ইতোমধ্যেই ক্রিকেটাররা সবধরনের সফর বয়কটের হুমকি দিয়েছে এবং সেই মোতাবেক অস্ট্রেলিয়া ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা সফরে যায়নি। এবার এগিয়ে আসছে জাতীয় দলের বাংলাদেশ সফর। দফায় দফায় অস্ট্রেলিয়া ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের (এসিএ) সঙ্গে আলোচনা করেও সমাধান হয়নি পরিস্থিতির। এ কারণে এবার সালিশ আদালতে যাওয়ার চিন্তা-ভাবনা করছে সিএ। আগামী ৭ দিনের মধ্যে যদি ক্রিকেটারদের সঙ্গে বিষয়টির সুরাহা না হয় সেক্ষেত্রে সালিশ আদালতের শরণপন্ন হবে তারা। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। কিন্তু বেতন, ভাতা ও লভ্যাংশ নিয়ে নতুন যে চুক্তির প্রস্তাব ক্রিকেটাররা দিয়েছেন সেটা এখন পর্যন্ত মেনে নেয়নি সিএ। আর সে কারণে তারা বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে শেষ মুহূর্তে দাবি মানলে ক্রিকেটাররা সঙ্গে সঙ্গেই ব্যাট-বল হাতে নেমে পড়বেন এবং আন্তর্জাতিক সিরিজগুলোও খেলবেন এমনটাই জানিয়েছে এসিএ। সেই দাবি এখন পর্যন্ত মানেনি সিএ। এ কারণে এখন শঙ্কার মুখে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ হওয়াটা। ২২ আগস্ট প্রস্তুতি ম্যাচ দিয়ে মূলত সেই সফর শুরু হবে। দুই টেস্ট খেলার পর সরাসরি ভারত সফরে গিয়ে ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে অসিদের। সেপ্টেম্বর-অক্টোবরে সেই সিরিজ হওয়া নিয়েও এখন জোর শঙ্কার তৈরি হয়েছে। এ কারণে যত দ্রুত সম্ভব একটি সমাধানে এসে ক্রিকেটারদের আবার চাকরিতে ফিরিয়ে এনে চুক্তিভুক্ত করতে চায় সিএ। এ বিষয়ে সাদারল্যান্ড বলেন, ‘আমরা এখন এমন এক পর্যায়ে আছি যে সেটা সবার কাছে উপস্থাপন করতে হবে এবং আমরা চাই ক্রিকেট খেলায় দ্রুত ফিরতে। আমাদের চাকরিভুক্ত খেলোয়াড় প্রয়োজন, তাদের সঙ্গে চুক্তি সম্পাদন করা প্রয়োজন এবং আসন্ন মৌসুমে যাতে খেলার প্রতি মনোযোগী হতে পারে সবাই সেটা নিশ্চিত করা প্রয়োজন। এসিএ যে প্রস্তাব করেছে সেটা আমরা উপলব্ধি করছি যে সেটা শুধু বাংলাদেশ সফরকেই বিপন্নতায় ফেলেনি, ভারতে ওয়ানডে সফর এবং এরপর ভয় নিয়েই বলতে হচ্ছে যে এ্যাশেজকেও ঝুঁকির ভেতর ফেলে দিয়েছে।’ এসিএ থেকেও বৃহস্পতিবার বলা হয়েছে তারা সিএ’র সঙ্গে সবকিছু মিটমাট করার জন্য পথ খুঁজছে। তারা এক বিবৃতিতে বলেছে, ‘সালিশ আদালত এটার সবচেয়ে বড় মঞ্চ হতে পারে। আদালত কক্ষে সবকিছু বেশ ভাল পদ্ধতিতে এগিয়ে যাবে বলে আমরা মনে করি। আমার মনে হয় সালিশের সময় হয়ে গেছে পেশাদার ক্রিকেটে লভ্যাংশ ভাগাভাগির ক্ষেত্রে সবকিছু বিবেচনায় এনে একটা সুষ্ঠু বন্টনের সমাধানে আসার। নির্বাহী পর্যায়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি যত দ্রুত সম্ভব সমাধানের জন্য। সমঝোতায় পৌঁছা এখন অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে।’ নতুন বেতন কাঠামোর প্রস্তাবনা নিয়ে সিএ-এসিএ দ্বন্দ্ব প্রায় দুই মাস পেরিয়েছে। ৩০ জুন ক্রিকেটারদের সঙ্গে সিএ’র চুক্তির মেয়ার শেষ হয়ে যাওয়ায় চাকরিহীন হয়ে পড়েছে ২৩০ ক্রিকেটার। কারণ তারা সিএ থেকে প্রস্তাবিত নতুন চুক্তির প্রস্তাবনা মেনে সেটাতে স্বাক্ষর করেনি। এ কারণেই এবার সালিশ-নিষ্পত্তির দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট।
×