ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে সড়কে ডাকাতি ॥ পাঁচ লাখ টাকা লুট

প্রকাশিত: ০৫:১৮, ২৮ জুলাই ২০১৭

রূপগঞ্জে সড়কে ডাকাতি ॥ পাঁচ লাখ টাকা লুট

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৭ জুলাই ॥ রূপগঞ্জ উপজেলার বাংলাকেট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিস্তলের বাঁট দিয়ে পিটিয়ে ব্যবসায়ীসহ পাঁচজনকে গুরুতর আহত করে সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত পৌনে ১১টার ঘটে এ ডাকাতির ঘটনা। ব্যবসায়ী নাঈম মিয়া জানান, তাদের বাড়ি উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায়। ভুলতা গাউছিয়া মার্কেটে ফ্যান্টাসি কালার ল্যাব, ডিজিটাল প্রেস, কম্পিউটার ও ইলেক্ট্রনিক সামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তারা সবাই প্রতিদিন প্রাইভেটকারযোগে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি আসা-যাওয়া করে থাকেন। প্রতিদিনের ন্যায় রাত ১১টার দিকে দোকানপাট বন্ধ করে প্রাইভেটকারযোগে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। বাংলাকেট পৌঁছামাত্র একটি মাইক্রোবাস ও ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল হাতে পিস্তল নিয়ে তাদের প্রাইভেটকারটির গতিরোধ করে। একপর্যায়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে ও দরজা খুলে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ লাখ টাকা ও ছয়টি মোবাইল সেটসহ মালামাল লুটে নেয়। এ সময় প্রতিবাদ করায় তাদের পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিস্তলের বাঁট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে ব্যবসায়ীদের ব্যবহৃত প্রাইভেটকারটিসহ ছোট ভাই আবুল কালাম আজাদকে অপহরণ করে নিয়ে কোশাব নামক স্থানে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাত দল। আহতরা হলেনÑ ব্যবসায়ী নাঈম মিয়া, নাদিম মিয়া, সায়েম মিয়া, আবুল কালাম আজাদ ও প্রাইভেটকারচালক হৃদয় মিয়া। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×