ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় যুদ্ধ জাহাজের চট্টগ্রাম বন্দও ত্যাগ

প্রকাশিত: ০৪:৫৮, ২৮ জুলাই ২০১৭

ভারতীয় যুদ্ধ জাহাজের চট্টগ্রাম বন্দও ত্যাগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চারদিনের শুভেচ্ছা সফর শেষে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দর জেটি ত্যাগ করেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রানভীর। জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এসএম মনিরুজ্জামান। নৌবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, বাংলাদেশে অবস্থানকালে সফররত ভারতীয় জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন রাজিব অশোক, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর, কমান্ডার বিএন ফ্লিট, কমান্ডার সাবমেরিন, কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড (সিএসডি) এবং কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি ও স্থাপনাসহ চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করেন। প্রসঙ্গত, জাহাজটি গত ২৪ জুলাই চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসে।
×