ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লন্ডনে দুই বাংলাদেশী তরুণের ওপর এ্যাসিড হামলা

প্রকাশিত: ০৭:৪৪, ২৭ জুলাই ২০১৭

লন্ডনে দুই বাংলাদেশী তরুণের ওপর এ্যাসিড হামলা

বাংলানিউজ ॥ লন্ডনের পূর্বাঞ্চলে এ্যাসিড হামলার শিকার হয়েছেন দুই বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ। এদের একজনের নাম শাখাওয়াত হুসাইন (২৪) বলে জানা গেলেও অপরজনের নাম জানা যায়নি। মঙ্গলবার নগরের বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের রোমান রোডে এই হামলা হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলোই হামলার শিকার দু’জনকে ‘বাঙালী তরুণ’ বলে উল্লেখ করছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানায়নি। পুলিশ জানায়, রোমান রোডের এক দোকানি তাদের জরুরী খবর দিলে এসে তারা দুই তরুণকে উদ্ধার করে। ওই তরুণরা এ্যাসিড হামলার শিকার হয়েছে বলে চিৎকার করছিল সে সময়। এটি এ্যাসিড হামলা কিনা তা নিশ্চিত না হওয়া গেলেও পুলিশ বলছে, এ্যাসিডের মতোই দাহ্য পদার্থ দিয়ে হামলা চালানো হয়েছে। যার কারণে দুই তরুণের মুখ ও ঘাড়ের চামড়া বিকৃত হয়ে গেছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা না গেলেও জড়িতদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। লন্ডন মহানগর পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, দুই তরুণকেই ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার পর কাছাকাছি হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয়। গত ১৩ জুলাই লন্ডনে বিক্ষিপ্ত এ্যাসিড হামলায় ৫ জন ঝলসে যাওয়ার ক’সপ্তাহ পর এই হামলা হলো। এ ধরনের হামলাকে সাম্প্রদায়িক ‘হেট ক্রাইম’ বলে উল্লেখ করছে স্থানীয় প্রশাসন।
×