ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিখোঁজের তিনদিন পর মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৩, ২৬ জুলাই ২০১৭

নিখোঁজের তিনদিন পর মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলার সদর উপজেলার সারটিয়া গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর মঙ্গলবার দুপুরে মুনমুন সরকার (৩৬) নামে এক ইলেকট্রিক ব্যবসায়ীর লাশ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই বাড়ির মালিক পলাশ সূত্র ধরকে আটক করা হয়েছে। মুনমুন বড় সারটিয়া গ্রামের বজলার রহমান মাস্টারের ছেলে। সে সুদের ব্যবসা করত। বড় সারটিয়া গ্রামের ইলেকট্রিক ব্যবসায়ী মুনমুন সরকারের কাছ থেকে নতুন সারটিয়া কামারপাড়া গ্রামের বাঞ্ছা সূত্র ধরের ছেলে পলাশ সুদে ২ লাখ টাকা ধার নেয়। গত রবিবার বিকেলে সুদসহ পাওনা টাকা চাইতে পলাশের বাড়িতে যায় মুনমুন। এরপর থেকে নিখোঁজ হয় সে। স্বজনেরা রবিবার রাত থেকে সোমবার দিনভর খুঁজে তার সন্ধান না পেয়ে মঙ্গলবার সকালে পলাশ সূত্র ধরের বাড়িতে খোঁজ নেন। এ সময় পলাশের তালাবদ্ধ ঘরের ভেতর থেকে উৎকট গন্ধ পেয়ে তাদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পলাশের ঘরের মেঝে খুঁড়ে মুনমুনের গলাকাটা মরদেহ উদ্ধার করে। সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যার পর ঘরের মেঝেতে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল। এদিকে এ হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে ওই বাড়ির মালিক পলাশ সূত্র ধরকে আটক করা হয়েছে।
×