ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেডিক্যাল বোর্ড গঠন

মুক্তিযোদ্ধা কাঁকন বিবির চিকিৎসার ব্যয় বহন করছে হাসপাতাল কর্তৃপক্ষ

প্রকাশিত: ০৫:৫২, ২৬ জুলাই ২০১৭

মুক্তিযোদ্ধা কাঁকন বিবির চিকিৎসার ব্যয় বহন করছে হাসপাতাল কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ মুক্তিযোদ্ধা কাঁকন বিবি বীরপ্রতীকের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে নিয়মিত খোঁজখবর নেয়া হচ্ছে। কাঁকন বিবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে রয়েছেন। নিজে তার খোঁজ রাখছেন। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নারী (১৯ পৃষ্ঠা ৬ কঃ দেখুন) মুক্তিযোদ্ধা কাঁকন (২০-এর পৃষ্ঠার পর) যোদ্ধা কাঁকন বিবির চিকিৎসাসেবার কোন ত্রুটি হচ্ছে না। মেডিক্যাল কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করছে। এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান রণাঙ্গনের এ নারী যোদ্ধার পাশে সরকার এবং আওয়ামী লীগ অতীতেও ছিল, এখনও আছে। তার উন্নত চিকিৎসার সম্পূর্ণ দায়দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে। আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তারও ব্যবস্থা করবে হাসপাতাল কর্তৃপক্ষ। কাঁকন বিবির চিকিৎসার জন্য কোন সহায়তার প্রয়োজন নেই। হাসপাতালেই সব রয়েছে। শুধু এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়, প্রধানমন্ত্রী আগে থেকেই কাঁকন বিবির খোঁজখবর রেখে আসছেন। বিগত সময়ে কাঁকন বিবিকে কয়েক দফা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ঢাকায় নেয়া হয়েছে। মায়ের সঙ্গে মেয়ে সখিনাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কাঁকন বিবির জন্য প্রধানমন্ত্রীর স্নেহ-মমতা সখিনা প্রত্যক্ষ করেছেন। সখিনা বলেন, প্রধানমন্ত্রী মাকে স্নেহ করেন, সম্মান করেন। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বীরপ্রতীক কাঁকন বিবির চিকিৎসার্থে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই সঙ্গে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছে। হাসপাতালের তৃতীয় তলার ১০ নম্বর ওয়ার্ডের ৮নং কেবিনে চিকিৎসাধীন কাঁকন বিবির শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। ১০৩ বছর বয়সী কাঁকন বিবি গত পাঁচ দিন ধরে এ হাসপাতালে চিকিৎসাধীন। ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক জানান, সোমবার সকালে কাঁকন বিবির কেবিনে এসি (এয়ার কন্ডিশন) সংযোজন করা হয়েছে। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় মেডিক্যাল সার্ভিস প্রদান করা হবে। প্রয়োজন হলে তাকে হাসপাতালের বাইরেও চেকআপ করানো হবে। কাঁকন বিবির চিকিৎসার সব ব্যয়ভার হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে। কাঁকন বিবির জামাতা আব্দুল মতিন সরকারী খরচে তার শাশুড়ির চিকিৎসাসেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শিশির চক্রবর্তীর নেতৃত্বে একদল চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করছে। কাঁকন বিবিকে দেখতে হাসপাতালে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
×