ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এমএনপির জটিলতা কাটল

প্রকাশিত: ০৭:৫৪, ২৫ জুলাই ২০১৭

এমএনপির জটিলতা কাটল

বিডিনিউজ ॥ নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুযোগ তৈরির জন্য মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি সেবার অপারেটর নিয়োগে লাইসেন্স দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বহুল প্রতীক্ষিত এ এমএনপি সেবা শীঘ্রই শুরু করা যাবে বলে আশা করছেন বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। সোমবার বিকেলে তিনি বলেন, লাইসেন্সের জন্য দামভিত্তিক কোন নিলাম হবে না। ১০ কোটি টাকা লাইসেন্স ফিতে একটি প্রতিষ্ঠান ১৫ বছরের জন্য এ লাইসেন্স পাবে। আর ওই প্রতিষ্ঠানকে বেছে নেয়া হবে আবেদনকারীদের মধ্য থেকে ‘বিউটি কনটেস্ট’-এর মাধ্যমে। বিউটি কনটেস্ট প্রক্রিয়ায় একটি কমিটি থাকবে, যারা আবেদনকারীদের আর্থিক সামর্থ্য, কারিগরি দক্ষতা, অভিজ্ঞতার মতো বিষয়গুলো নির্দিষ্ট মানদণ্ডে যাচাই-বাছাই করে একটি প্রতিষ্ঠানকে লাইসেন্সের জন্য নির্বাচিত করবে। এমএনপির সংশোধিত নীতিমালায় প্রধানমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর লাইসেন্সের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো বলে বিটিআরসি চেয়ারম্যান জানান।
×