ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লঙ্কান টেস্ট দলে ধনঞ্জয়া-প্রদীপ

প্রকাশিত: ০৬:৪৭, ২৫ জুলাই ২০১৭

লঙ্কান টেস্ট দলে ধনঞ্জয়া-প্রদীপ

স্পোর্টস রিপোর্টার ॥ চোট কাটিয়ে শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন পেসার নুয়ান প্রদীপ। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরেছেন ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা ও বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পকুমারাও। নিউমোনিয়ায় আক্রান্ত দিনেশ চান্দিমালের জায়গায় ফিরেছেন ধনঞ্জয়া। প্রদীপ ফিরেছেন পেসার দুশমন্ত চামিরার বদলে। আর পুষ্পকুমারাকে জায়গা দিতে বাদ পড়েছেন চায়নাম্যান বোলার লক্ষণ সান্দকান। ৯৯টি প্রথম শ্রেণীর ম্যাচে ৫৫৮ উইকেট পাওয়া ৩০ বছর বয়সী পুষ্পকুমারা এর আগেও সুযোগ পেয়েছেন টেস্ট দলে। তবে মূলত আরেক বাঁহাতি রঙ্গনা হেরাথ ছিলেন বলেই এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি তার। দলে পেসার বৈচিত্র্যের জন্য নির্বাচকরা বেছে নিয়েছেন বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দোকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতলে থাকা চান্দিমালের বদলে প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন হেরাথ। তিন টেস্টর সিরিজের প্রথমটি গলে শুরু হবে বুধবার। শ্রীলঙ্কা দল ॥ রঙ্গনা হেরাথ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দিমুথ করুনারতেœ, কুশল মেন্ডিস, এ্যাঞ্জেলো ম্যাথিউস, আসেলা গুণারতেœ, নিরোশান ডিকভেলা, ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, মালিন্দা পুষ্পকুমারা, নুয়ান প্রদীপ। ফাইনালে গ্রীন ও ফারইস্ট ইউনিভার্সিটি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন আন্তঃবিশ^বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের (ফারাজ চ্যালেঞ্জ কাপ) ফাইনালে উঠেছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও স্বাগতিক গ্রীন ইউনিভার্সিটি। সোমবার কমলাপুর স্টেডিয়ামে দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিতে ২-১ গোলে সিটি ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালে উঠে ফারইস্ট ইউনিভার্সিটি। ম্যাচসেরা খেলোয়াড় হন জয়ী দলের আহসানউল্লাহ। দ্বিতীয় সেমিতে গ্রীন ইউনিভার্সিটি ৩-০ গোলে ব্র্যাক ইউনিভার্সিটিকে হারায়। ম্যাচসেরা খেলোয়াড় হন জয়ী দলের রানা। জাতীয় ভলিবল প্রতিযোগিতা শুরু স্পোর্টস রিপোর্টার ॥ ‘শাহজালাল ইসলামী ব্যাংক জাতীয় ভলিবল প্রতিযোগিতা’ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী দিনের খেলায় পুরুষ বিভাগে সাতক্ষীরা জেলা ৩-১ সেটে পাবনা জেলাকে এবং বিজিবি ৩-০ সেটে ভোলা জেলাকে এবং মহিলা বিভাগে রাজশাহী জেলা ৩-১ সেটে খুলনা জেলাকে ও বিজেএমসি ৩-০ সেটে পাবনা জেলাকে হারায়। সোমবার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন শাহ্্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এএইচ আসলাম সানী।
×