ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

বৈভবময় জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু কাল

প্রকাশিত: ০৬:০৪, ২৫ জুলাই ২০১৭

বৈভবময় জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাবনার সফল বাস্তবায়নেই যাত্রা করেছিল জাতীয় চারুকলা প্রদর্শনী। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয়ভিত্তিক আয়োজনটি হয়ে ওঠে শিল্পকলার গতিময়তার অন্যতম কার্যক্রম। সূচনাকালীন সময়ে এ আয়োজনে অংশ নিয়েছেন দেশের পথিকৃৎ শিল্পীরা। সেই সুবাদে দ্বিবার্ষিক আয়োজনটিতে দেশের চারুশিল্পীদের জন্য বিশেষ তাৎপর্যময়। কাল বুধবার থেকে শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে ২০১৭ সালের জাতীয় চারুকলা প্রদর্শনী। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার চারটি গ্যালারি ও প্লাজা প্রাঙ্গণ মিলিয়ে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনীর ২২তম আসর। সারা দেশের শিল্পীদের নির্বাচিত শিল্পকর্মগুলো অবলোকনের সুযোগ পাবেন রাজধানীর শিল্পরানুরাগীরা। প্রদর্শিত হবে জমা পড়া শিল্পকর্ম থেকে বাছাইকৃত ৩৩২ জন শিল্পীর ৩৮৪টি শিল্পকর্ম। এছাড়াও ১০টি বিভাগে ১০ জন শিল্পীর ১০টি শিল্পকর্মকে পুরস্কার দেয়া হবে। এর পাশাপাশি দেশের প্রয়াত বরেণ্য শিল্পীদের চিত্রকর্ম নিয়েও থাকবে একটি বিশেষ প্রদর্শনী । চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা শিল্পসহ বৈভবময় শিল্পসম্ভার নিয়ে বুধবার থেকে সূচনা হওয়া তিন সপ্তাহের এ প্রদর্শনী চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। সোমবার শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও চারুকলা বিভাগের পরিচালক চিত্রশিল্পী মোঃ মনিরুজ্জামান। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বুধবার বিকেল চারটায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রদর্শনীর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান ও প্রখ্যাত শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। এ বছরের প্রদর্শনীতে অংশগ্রহণের লক্ষ্যে ৬৩০ জন আবেদনকারী এক হাজার ৮৯০টি শিল্পকর্ম জমা দেন। এসব শিল্পকর্ম থেকে নির্বাচকম-লী ৩৩২ জন শিল্পীর ৩৮৪টি শিল্পকর্ম নির্বাচিত করেন। এর মধ্যে পেইন্টিং ২৬৫টি, ভাস্কর্য ৬৩টি, স্থাপনাশিল্প ৪৭ (ভিডিও নয়টি) ও নিউমিডিয়া নয়টি। নির্বাচক কমিটিতে ছিলেন শিল্পী তরুণ ঘোষ, শিল্পী রণজিৎ দাস, শিল্পী নাসরীন বেগম, শিল্পী মোস্তফা জামান মিঠু ও শিল্পী রফি হক। প্রদর্শনীতে ঠাঁই পাওয়া ৩৮৪টি শিল্পকর্ম থেকে নির্বাচন করে দশটি বিভাগে ১০ জন শিল্পীর ১০টি শিল্পকর্মকে পুরস্কার দেয়া হবে। পুরস্কারগুলো যথাক্রমে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে দুই লাখ টাকার সকল মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার একটি এবং ৪টি মাধ্যমে এক লাখ টাকার সম্মান পুরস্কার চারটি। এছাড়াও এক লাখ টাকার বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার একটি, পঞ্চাশ হাজার টাকার এবি ব্যাংক পুরস্কার একটি, পঞ্চাশ হাজার টাকার ভাষাসৈনিক গাজীউল হক পুরস্কার একটি, পঁচিশ হাজার টাকার বেগম আজিজুন্নেছা পুরস্কার একটি ও ২০ হাজার টাকার দীপা হক পুরস্কার একটি। পুরস্কার প্রদানের লক্ষ্যে বিচারকম-লীর সদস্যবৃন্দরা হলেন শিল্পী সৈয়দ আবুল বারক আলভী, শিল্পী মনসুর উল করিম, শিল্পসমালোচক মঈনউদ্দিন খালেদ, শিল্পী জামাল আহমেদ ও শিল্পী কনক চাঁপা চাকমা। চৌদ্দই আগস্ট পর্যন্ত চলমান প্রদর্শনীতে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
×