ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৌযান শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৭:৩৭, ২৪ জুলাই ২০১৭

নৌযান শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার হয়েছে। রবিবার দিনভর বৈঠকের পর রাত পৌনে নয়টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। রবিবার মধ্যরাত থেকে ২১ দফা দাবিতে নৌ-ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠনগুলো। শ্রম পরিচালক আবু হেনা মোস্তফা কামাল নৌযান শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর রাত ৮টা ৪৭ মিনিটে টেলিফোনে জানান, এইমাত্র নৌযান শ্রমিকরা আহূত ধর্মট থেকে সরে এসেছে। শ্রম সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। রবিবার দিনের বেলা শ্রম ভবনে নৌযান শ্রমিক নেতাদের সঙ্গে তিন ঘণ্টার বৈঠকটি মুলতবি করা হয়। রাতে এ বিষয়ে আবার আলোচনায় বসে উভয়পক্ষ। এতে দবি মানার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তে ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিক সংগঠনগুলো। নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহআলম রাতে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন জনকণ্ঠকে। তিনি বলেন কিছু দাবি মানার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছে তারা।
×