ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রামপুরায় ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:০২, ২৪ জুলাই ২০১৭

রামপুরায় ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরায় ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। পল্লবীতে পাঁচতলা থেকে পড়ে এক গ্রিল মিস্ত্রির মৃত্যু হয়েছে। এছাড়া নিউমার্কেট ও শেরেবাংলা নগর এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর রামপুরায় ডাস্টবিন থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার হয়েছে। রবিবার সকালে পুলিশ ওই নবজাতকের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। রামপুরা থানার এসআই মোঃ আতাউর রহমান ভূঁইয়া জানান, শনিবার রাত সোয়া ১টার দিকে সংবাদ পেয়ে মালিবাগ সুপার মার্কেটের সামনে রাস্তার পাশে সিটি কর্পোরেশনে ডাস্টবিন থেকে একটি নবজাতক ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি একটি বেগুনী রঙের কাপড়ে মোড়ানো ছিল। তিনি জানান, কে বা কারা কোন কুমারী মাতাকে অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতকে হত্যা করে। পরে তার লাশ কাপড়ে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে যায়। পরে লোকজন দেখতে পেয়ে আমাদের সংবাদ দেয়। তাই ডিএনএর নমুনা সংগ্রহের জন্য ফরেনসিক বিভাগকে বলা হয়েছে। ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজধানীর পল্লবীতে ৫তলা থেকে পড়ে মিরাজ (২৫) নামে এক গ্রিল মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের ১৬ নম্বর রোডের ১১ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। ভবন মালিক কাজী জসিমউদ্দিন জানান, মিরাজ ৭তলা ভবনের ৫তলায় গ্রিলের লাগানোর কাজ করছিল। সকালে কাজ করার সময় অসাবধানতার কারণে সে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। দুপুর পৌনে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দশ ছিনতাইকারী গ্রেফতার রাজধানীর নিউমার্কেট ও শেরেবাংলা নগর এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ আবিদ (২০), রাজু (২৩), শাহিন (৩৫), খোকন (২২), জুয়েল (২৮), রিয়াজ (১৮), আশাদুল ইসলাম (৩৫), সালাম মীর ওরফে সালু (৬৪), কাজলী (১৮) এবং ময়না (৩৭)। এ সময় তাদের কাছ থেকে ৮টি চাকু, ৭ টি ব্লেট, ৩টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। র‌্যাব সদর দফতরের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংপ্রধান মুফতি মাহমুদ খান জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনায় কয়েকটি অভিযোগের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি বিশেষ গোয়েন্দা টিম ছায়া তদন্তে নামে। তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য বের হয়ে আসে যাতে দেখা যায়, রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিছু সংঘবদ্ধ সন্ত্রাসীরা অবস্থান নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ফোন, ল্যাপটপসহ সঙ্গে থাকা মালামাল ছিনতাই করছে। তিনি জানান, এ সংঘবদ্ধ ছিনতাইকারীদের আইনের আওতায় আনতেই শনিবার রাতভর র‌্যাব-২-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট মোড় ও শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে চক্রের ১০ সদস্যকে আটক করে।
×