ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলুন ॥ স্বাচিপ

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ জুলাই ২০১৭

চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলুন ॥ স্বাচিপ

স্টাফ রিপোর্টার ॥ চিকুনগুনিয়া প্রতিরোধে দেশব্যাপী জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতৃবৃন্দ। তাঁরা বলেন, চিকুনগুনিয়ার বাহক এডিস মশা নিধন, সচেতনতা সৃষ্টি এবং এই রোগে আক্রান্তদের চিকিৎসাসেবা প্রদানে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। সরকারী কর্মসূচীর পাশাপাশি নানা কার্যক্রম অব্যাহত রেখেছে চিকিৎসক সম্প্রদায়। এই রোগে আতঙ্কের কিছুই নেই। শনিবার রাজধানীর শুক্রাবাদ নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত চিকুনগুনিয়া প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ। আলোচক হিসেবে অংশ নেন ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. টিটু মিয়া ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. আমিরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন স্বাচিপের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. আবু ফয়সাল মোঃ আরিফুল ইসলাম। সচেতনতামূলক অনুষ্ঠানে চিকিৎসক, কলেজের অনেক শিক্ষক ও শিক্ষার্থী এবং এলাকাবাসী অংশ নেন।
×