ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অধিকারের আদিলুর মালয়েশিয়ায় আটক, পরে দেশে ফেরত

প্রকাশিত: ০৭:৪৭, ২১ জুলাই ২০১৭

অধিকারের আদিলুর মালয়েশিয়ায় আটক, পরে দেশে ফেরত

স্টাফ রিপোর্টার ॥ ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দলটির শত শত নেতাকর্মীর মৃত্যুর মিথ্যা খবর ও তালিকা প্রচার করে ব্যাপক সমালোচনার জন্ম দেয়া মানবাধিকার সংগঠন অধিকার সম্পাদক আদিলুর রহমান খানকে মালয়েশিয়ায় ঢুকতে দেয়া হয়নি। বৃহস্পতিবার ভোরে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছার পর অভিবাসন পুলিশ তাকে সেখানে আটকে রাখে। পরে রাতেই ফিরতি ফ্লাইটে ঢাকায় ফেরত পাঠানো হয়। অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান এ তথ্য জানিয়ে বলেন, এ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক (এপিডিএন) আয়োজিত মৃত্যুদ- রহিত বিষয়ক দুই দিনের এক সেমিনারে যোগ দিতে বৃহস্পতিবার মালয়েশিয়ায় পৌঁছে আদিলুর রহমান খান। শুক্রবার থেকে এই সেমিনার শুরুর কথা।
×