ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মহিলা ক্রিকেটারদের ক্যাম্প শুরু

প্রকাশিত: ০৬:২৫, ২১ জুলাই ২০১৭

মহিলা ক্রিকেটারদের ক্যাম্প শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বৃহস্পতিবার। দুইদিনের ক্যাম্প শুরু হয়েছে। আজই শেষ হয়ে যাবে ক্যাম্প। এরপর ক্রিকেটাররা তিন দলে ভাগ হয়ে শনিবার থেকে ‘চ্যালেঞ্জ সিরিজ’ নামে একটি টুর্নামেন্ট খেলবে। মহিলা ক্রিকেটারদের ক্যাম্প শুরু হয়েছে অবশ্য কোচ ডেভিড ক্যাপেলকে ছাড়াই। প্রথমদিনে স্কিল ট্রেইনিং করেন ক্রিকেটাররা। সকালে ট্রেইনিং শুরুর আগে ক্রিকেটাররা মিটিংও করেন। ৪২ ক্রিকেটারকে নিয়ে এ ক্যাম্প চলছে। বুধবার ক্রিকেটাররা ক্রীড়া পল্লীতে রিপোর্টিং করেন। বৃহস্পতিবার অনুশীলন শুরু করেন। অনুশীলন ক্যাম্পে আছেন রুমানা আহমেদ, জাহানারা আলম, সানজিদা ইসলাম, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, রিতু মনি, নিগার সুলতানা, সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, শারমিন আক্তার সুপ্তা, আয়েশা রহমান, খাদিজাতুল কুবরা, শায়লা শারমিন, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, শারমিন সুলতানা, মোর্শেদা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাজহাত তাসিনা টুম্পা, লতা ম ল, তৃপ্তি ম ল, শামিমা সুলতানা, সানজিদা জান্নাত, লিলি রানী, সুবহানা মুস্তারি, তাজ নাহার, ইশমা তানজিম, পবিত্র রায়, লাবনী আক্তার, সানদিহা ইসলাম আশা, ইসমত জাহান ইমু, বৈশাখী সুলতানা ইয়াসমিন, বৃষ্টি রায়, ইসমত আরা, সামিয়া আক্তার সালমা, জান্নাতুল ফেরদৌস তিথি, পূজা চক্রবর্তী, আয়েশা আক্তার, নিপা আক্তার, তানিয়া সরকার ইলা, হ্যাপী আলম ও সোহেলী আক্তার। এ ক্রিকেটাররা তিনভাগ হয়ে অনুশীলন করছেন। শনিবার থেকে টুর্নামেন্ট শুরু হবে। তিন দলে ভাগ হয়ে ক্রিকেটাররা টুর্নামেন্ট খেলবেন। পদ্মা, মেঘনা ও যমুনা একাদশ নামে তিন দল থাকবে। এই তিন দলের প্রতিটি দলে ১৪ ক্রিকেটার করে থাকবেন। বৃষ্টির জন্য ক্রিকেটারদের অনুশীলন অবশ্য ঠিকমতো হয়নি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একাডেমি ভবনে অনুশীলন করার কথা ছিল। কিন্তু মিরপুরের ইনডোরে অনুশীলন করতে হয়েছে। ভিন্ন ভিন্ন সময়ে অনুশীলন করেছে টুর্নামেন্টের তিন দলের ক্রিকেটাররা। কোচ গোলাম ফারুকের অধীনে সকালে অনুশীলন করেছে পদ্মা একাদশ। দুপুরে কোচ আশিকুর রহমানের তত্ত্বাবধানে মেঘনা একাদশ ও শাহনেওয়াজ শানুর অধীনে বিকেলে যমুনা একাদশের ক্রিকেটাররা অনুশীলন করেছে। আজও একই পদ্ধতিতে অনুশীলন হবে। এরপর শনিবার পদ্মা ও মেঘনা একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। ২৮ জুলাই পর্যন্ত টুর্নামেন্ট চলবে। টুর্নামেন্টের ৬টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ হবে সিটি ক্লাব মাঠে। অন্য দুটির ভেন্যু ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ। প্রথম ম্যাচটি সিটি ক্লাব মাঠেই হবে। নারী ক্রিকেটারদের খেলা না থাকায় এই ক্যাম্পটি অনেক কাজে দেবে। ক্যাম্পটি হওয়াতে ভীষণ খুশি মহিলা ক্রিকেটাররা।
×