ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাগেশ্বরী পৌর এলাকায় ৭০ হাজার বৃক্ষরোপণের কাজ শুরু

প্রকাশিত: ০৫:২৭, ২১ জুলাই ২০১৭

নাগেশ্বরী পৌর এলাকায় ৭০ হাজার বৃক্ষরোপণের কাজ শুরু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ্বরী হবে সবুজে ঘেরা পৌরসভা। ৪৪ বর্গ কি. মি আয়তনের প্রথম শ্রেণীর এ পৌরসভায় ৭০ হাজার ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষের চারা রোপণ শুরু করেছেন পৌর মেয়র আব্দুর রহমান মিয়া। বৃহস্পতিবার বেলা ১২ টায় নাগেশ্বরী কলেজে চারা রোপণের উদ্বোধন করেন মেয়র। পরে তিনি নাগেশ্বরী ডিগ্রী মহিলা কলেজে বৃক্ষরোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান সরকার, কলেজের অধ্যক্ষ রুহুল আমিন মন্ডল রেজা, মহিলা কলেজের অধ্যক্ষ নাসিমুল ইসলাম রবু, বেরুবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, কাউন্সিলর ও কলেজের সদস্য মমিনুর রহমান ভোলাসহ পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। মেয়রের উদ্যোগে পৌর এলাকার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, মন্দির, বিভিন্ন সংগঠন এবং পতিত জমিতে রোপণের জন্য বিনামূল্যে বৃক্ষ চারা বিতরণ করেন মেয়র। বৃহস্পতিবার একযোগে সবখানে রোপণ কার্যক্রম শুরু হয়। পৌর এলাকার ১৯০ কি. মি. কাঁচা-পাকা সড়কের দু’ধারে পৌরসভার তত্ত্বাবধানে চারা রোপণ করা হবে।
×