ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লেভেল প্লেয়িং মাঠ তৈরি করা হবে ॥ নির্বাচন কমিশনার

প্রকাশিত: ০৭:০২, ১৯ জুলাই ২০১৭

লেভেল প্লেয়িং মাঠ তৈরি করা হবে ॥ নির্বাচন কমিশনার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্রের সূচনা যেন ডিজিটাল বাংলাদেশকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়। শুধু তাই নয় স্মার্টকার্ড হলো প্রতিটি নাগরিকের আত্মমর্যাদাবোধের প্রতিফলন। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত নয়- তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব দলের সমান লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে। সবদলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সচেষ্ট রয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। যেটা সব রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সবার সঙ্গে আলোচনার ম্যাধমে সকলের সমর্থনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আমিন উল আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোখলেসুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাহবুব হাকিম। অনুষ্ঠানে সংসদ সদস্য, সিটি মেয়র, পত্রিকার সম্পাদক, মুক্তিযোদ্ধসহ ২০ বিশিষ্ট ব্যক্তিকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়। আগামী ২০ জুলাই থেকে খুলনা মহানগরীর সদর থানা এলাকায় স্মার্টকার্ড বিতরণ শুরু হবে। প্রথম পর্যায়ে সিটি কর্পোরেশন এলাকায় এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সংসদীয় এলাকাতে স্মার্টকার্ড বিতরণ করা হবে।
×