ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্টারিজকে নিয়ে কোচ ক্লপের আশা

প্রকাশিত: ০৬:২৬, ১৯ জুলাই ২০১৭

স্টারিজকে নিয়ে কোচ ক্লপের আশা

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর আগে চেলসি থেকে ড্যানিয়েল স্টারিজকে দলে ভিড়িয়েছিল লিভারপুল। কিন্তু এরপর থেকেই নানাবিধ ইনজুরিতে জর্জরিত হয়েছেন তিনি। এসব ইনজুরির কারণে নিয়মিত খেলতেই পারেননি। কিন্তু এবার প্রাক-মৌসুম অভিযানেই তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন। লিভারপুল কোচ জার্গেন ক্লপ তাই আশাবাদী হয়ে উঠেছেন এবারের মৌসুমে দারুণ কিছু পাবেন তিনি স্টারিজের কাছ থেকে। ২৭ বছর বয়সী স্টারিজকে পেতে অবশ্য চাইনিজ ক্লাবগুলো বেশ তৎপর হয়েছিল। বিরাট অঙ্কের অর্থ নিয়ে তার পিছু নিয়েছিল চীনের একটি ক্লাব। কিন্তু ক্লপ জানিয়ে দিয়েছেন স্টারিজ কোথাও যাচ্ছেন না। গত মৌসুমে অবশ্য মোটামুটি ইনজুরিমুক্তই ছিলেন। কিন্তু পরের দিকে হিপের সমস্যায় পড়েন। ২৭ ম্যাচে ৭ গোল করেন স্টারিজ। মেরিসাইডে ক্লপের প্রথম মৌসুমটাতেই স্টারিজ ছিলেন দারুণ ফর্মে। প্রিমিয়ার লীগ শিরোপা জেতার কাছাকাছিও চলে গিয়েছিল তারা। এবার তিনি আশা করছেন সেই মৌসুমের চেয়েও ভালভাবে ফিরবেন স্টারিজ। ক্লপ বলেন, ‘এখন পর্যন্ত সে প্রাক মৌসুমের পুরো প্রস্তুতিতেই আছে। এ বিষয়টি খুবই ইতিবাচক।’ লিভারপুল আপাতত প্রিমিয়ার লীগ এশিয়া ট্রফিতে যুক্ত হয়েছে। যেখানে আছে লিচেস্টার সিটি, ক্রিস্টাল প্যালেস ও ওয়েস্ট ব্রমউইচ আলবিয়ন। এ বিষয়ে ক্লপ বলেন, ‘আমরা যা করেছি সেটা সত্যিকারের ভাবাবেগপূর্ণ একটা অবস্থা। আর সে প্রতি সেশনেই ভালভাবে যুক্ত আছে। এখন সে খুব ভাল শারীরিক কাঠামোয় আছে।’ গত মৌসুমে চার নম্বরে থেকে শেষ করেছে লিভারপুল। এবার আরও ভাল কিছুর প্রত্যাশায় আছেন ক্লপ। সে কারণে দলে ভিড়িয়েছেন মোহাম্মদ সালাহকে। রোমা থেকে তাকে ৪৫ মিলিয়ন ডলারে নিয়েছেন তিনি। এ বিষয়ে ক্লপ বলেন, ‘নতুন খেলোয়াড়কে নিয়েই সবসময় মাতামাতি হয়। কিন্তু আগের মৌসুমে আমাদের যে খেলোয়াড় ছিল তাদের নিয়ে কতটা উন্নতি করতে পারি সেটাই মূল ব্যাপার। ভাল বিষয় হচ্ছে যেমনটা চেয়েছিলাম আমরা কোন খেলোয়াড় হারাইনি এবং আমি এখন যারা আছে তাদের কাছ থেকে এবার অনেক বড় কিছু আশা করছি।’ এবারের ট্রান্সফারে মাত্র দু’জন খেলোয়াড়কেই কিনেছে লিভারপুল। দলকে নিয়ে আপাতত হংকংয়ে আছেন ক্লপ। সেখানে চলছে ক্লাবটির প্রাক-মৌসুম প্রস্তুতি।
×