ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিচার বিভাগকে কোণঠাসা করে দেশের মঙ্গল হয় না ॥ সিনহা

প্রকাশিত: ০৫:৪০, ১৯ জুলাই ২০১৭

বিচার বিভাগকে কোণঠাসা করে দেশের মঙ্গল হয় না ॥  সিনহা

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগকে কোণঠাসা করে দেশের মঙ্গল হয় না। সুপ্রীমকোর্টের প্রতি সবারই দায়িত্ব আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আরও দুই সপ্তাহের জন্য স্থগিত চেয়ে সময় আবেদন করলে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক সমিতি ২০১৭-এর নির্বাচনী ফলাফল ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা পৃথক পৃথক চার মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুকের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছে আদালত। গার্মেন্টসসহ দেশের সকল শিল্প কারখানায় পরিচালিত রেজিস্ট্রেশনবিহীন সকল বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা-সম্পর্কিত হাইকোর্টের রায়ে স্থগিতা দেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বৃদ্ধি করেছেন আপীল বিভাগ। এ সময় শুনানিতে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে প্রধান বিচারপতি আরও বলেন, মনে রাখবেন, একদিন আপনি থাকবেন না, আমি থাকব না। বিচার বিভাগ থাকবে। এই জুডিশিয়ারি সবার। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্টের প্রতি সবারই দায়িত্ব আছে। জুডিশিয়ারিকে কর্নার্ড (কোণঠাসা) করে দেশের মঙ্গল হয় নাÑ যোগ করেন তিনি। এরপর প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ছয় সদস্যের পূর্ণাঙ্গ আপীল বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করেন। এর ফলে আরও দুই সপ্তাহ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলবে। এর আগে গত ৪ জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় দুই সপ্তাহের জন্য স্থগিত রেখেছিলেন আপীল বিভাগ। তবে মঙ্গলবার নতুন আদেশের ফলে সেই মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ল। উল্লেখ্য, গত ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসংক্রান্ত ২০০৯ সালের আইনের ১১টি ধারা ও উপধারাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট। একই সঙ্গে এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও অবৈধ ঘোষণা করা হয়। ফলাফল স্থগিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক সমিতি ২০১৭-এর নির্বাচনী ফলাফল ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে, নির্বাচনের ফলাফল কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মামুন মাহবুব। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। চার মামলায় ফারুকের জামিন হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা পৃথক পৃথক চার মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুকের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরী এবং বিচারপতি এএনএম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ ফারুকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সাবিক মাহবুব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবীর। অবৈধ বয়লার বন্ধের নির্দেশ পোশাক কারখানাসহ দেশের যেসব শিল্প কারখানায় বয়লারের নিবন্ধন নেই, সেসব বয়লার ৬০ দিনের বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সব কারখানার বয়লার পরিদর্শনের জন্য শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। গত ৩ জুলাই গাজীপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস লিমিটেড নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জনের প্রাণহানির ১৫ দিনের মাথায় উচ্চ আদালতের এই নির্দেশনা এলো। গাজীপুরের ওই ঘটনায় ৪২ জন শ্রমিক-পথচারীও আহত হয়েছিলেন। বিস্ফোরণের দিনই জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করে। বয়লারের ডেলিভারি ভাল্ব বন্ধ রেখে অতিরিক্ত প্রেসার তৈরির চেষ্টা করায় বিস্ফোরণ হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। পরে জেলা প্রশাসনের তদন্ত কমিটি বিস্ফোরণের পেছনে সাতটি ত্রুটি ও দুর্বলতা চিহ্নিত করে। সেগুলো হচ্ছেÑ বয়লারের প্রেসার গেজ নষ্ট হয়ে যাওয়া, ডেলিভারি লাইন বন্ধ থাকা, লিভারটিতে স্পট না কাটা, প্রেসার রিলিজ না করা, অপারেটরদের তদারকের অভাব, অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত ত্রুটি।
×