ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগ

প্রকাশিত: ০৫:১৩, ১৮ জুলাই ২০১৭

বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৭ জুলাই ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (ছবি) অবমাননার অভিযোগ উঠেছে চট্টগ্রামের পটিয়া পৌরসভার কাউন্সিলর আবদুল খালেকের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননার এ ছবি ভাইরাল হলে তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া ও উত্তেজনা দেখা দেয়। সোমবার দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ডের আল্লাই কাগজীপাড়া এলাকায় নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। এ ঘটনা নিয়ে যে কোন সময় সংঘাতের আশঙ্কা করছে এলাকাবাসী। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল খালেক জাতীয় পার্টির নেতা ছিলেন। তিনি সম্প্রতি পটিয়ার সরকারদলীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। তবে যোগদানের বিষয়টি তৃণমূল আওয়ামী লীগ কোনভাবে মেনে নিতে পারেনি। রবিবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মিসভায় দলীয়ভাবে সাবেক জাতীয় পার্টি নেতা আবদুল খালেককে প্রতিনিধি সম্মেলনের কার্ড প্রদান করেন। ওই কার্ডে পদবি লেখা হয়েছে আবদুল খালেক ১নং ওযার্ড আওয়ামী লীগের সভাপতি। অথচ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হলেনÑ মাস্টার খাইরুল বশর এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। আবদুল খালেক তার নিজ ফেসবুক আইডি থেকে প্রতিনিধি সম্মেলনের কার্ডটি পোস্ট করেন। এতে তিনি লিখেছেন ‘জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দেয়ার ১৫ দিনের মধ্যেই আওয়ামী লীগের সভাপতির পদ টাকা দিয়ে কিনে ফেলেছি। যেহেতু টাকা দিয়ে এ পদ কিনেছি সেহেতু এ ব্যাপারে আর কেউ কিছু বললে মুখ সেলাই করে দেব’। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতি (ছবি) ঢেকে দিয়ে কাউন্সিলর আবদুল খালেকের ছবি লাগিয়ে ফেসবুকে পোস্ট করলে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে ওঠে।
×