ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় টাওয়ারে উঠে চর পাহারা

প্রকাশিত: ০৫:১৩, ১৮ জুলাই ২০১৭

গাইবান্ধায় টাওয়ারে উঠে চর পাহারা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ জুলাই ॥ সুন্দরগঞ্জ উপজেলার বন্যা প্লাবিত কাপাসিয়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় নৌ-ডাকাতি রোধে টাওয়ারে উঠে চর পাহারা দিচ্ছে এলাকাবাসী। টাওয়ারের মধ্যে স্থাপন করা দূরদৃষ্টি সম্পন্ন শক্তিশালী সার্চ লাইটের মাধ্যমে রাতে চরাঞ্চল পাহারা দিয়ে আসছে এলাকাবাসী। বানভাসিদের যান-মালসহ গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগির নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে এই টাওয়ার। ২০১৫ সালে বন্যার সময় প্রয়াত সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন কাপাসিয়া ইউনিয়নের আটটি পয়েন্টে ডাকাতি রোধে নিজ অর্থায়নে টাওয়ার নির্মাণ করে দেন। প্রতিটি টাওয়ারের উচ্চতা ৬০ হতে ৭০ ফিট। কাঠ দিয়ে নির্মাণ করা হয় এই টাওয়ার। প্রতিটি টাওয়ারে সার্চ লাইট বসানো রয়েছে। সোলার প্যানেলের মাধ্যমে ওই সার্চ লাইট ব্যবহার করা হয়। কাপাসিয়া ইউনিয়নের কাজিয়ার চরে বিশিষ্ট সমাজসেবক রেজাউল ইসলাম জানান, টাওয়ারে উঠে সার্চ লাইটের মাধ্যমে চর পাহারা দেয়ার পর থেকে নৌ-ডাকাতি অনেকটা কমে গেছে। এতে চরাঞ্চলবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তিনি আরও বলেন, বন্যা এলে চরে বিভিন্ন এলাকার উঁচু জায়গায় গরু, ছাগল, ভেড়া নিয়ে এসে রাখা হতো। এ সুযোগকে কাজে লাগিয়ে নৌ-ডাকাতরা ওইসব গরু, ছাগল চুরি করে নিয়ে যেতে। কিন্তু টাওয়ার নির্মাণ করার পর থেকে তা হচ্ছে না।
×