ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ৩ মাস সাব-রেজিস্ট্রার নেই

প্রকাশিত: ০৫:১১, ১৮ জুলাই ২০১৭

কেরানীগঞ্জে ৩ মাস  সাব-রেজিস্ট্রার নেই

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৭ জুলাই ॥ দুটি সাব-রেজিস্ট্রি কার্যালয়ে তিন মাস যাবত সাব-রেজিস্ট্রার নেই। ফলে জমি রেজিস্ট্রি করতে না পেরে বিপাকে পড়েছে জমি ক্রেতা-বিক্রেতা উভয়েই। অন্যদিকে জমি রেজিস্ট্রি বন্ধ থাকায় সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। জানা যায়, গত ১৬ এপ্রিল পদোন্নতি পেয়ে বদলি হয়ে যান সাব-রেজিস্ট্রার ফজলার রহমান। এরপর সেখানে কোন সাব-রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়নি। গত ১৩ জুন পর্যন্ত এ কার্যালয়ে সপ্তাহে দুদিন করে অতিরিক্ত দায়িত্ব পালন করেন দক্ষিণ কেরানীগঞ্জের সাব-রেজিস্ট্রার আব্দুল বারী। কিন্তু গত ২১ জুন তিনিও বদলি হয়ে যান। এরপর নবাবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার রেজাউল করিম বকসি ৪-৫ দিন অতিরিক্ত দায়িত্ব পালন করলেও এখন তিনি আর আসছেন না। সোমবার সাব-রেজিস্ট্র কার্যালয়ে গিয়ে দেখা যায়, ২০-২৫ জন দাঁড়িয়ে রয়েছে। তারা জমি রেজিস্ট্রির জন্য এসেছে। কিন্তু সাব-রেজিস্ট্রার না থাকায় রেজিস্ট্রি করতে পারছে না। তারা অভিযোগ করে, প্রতিদিনই অর্ধশতাধিক জমির মালিক রেজিস্ট্রি করতে টাকা নিয়ে এসে সারাদিন বসে থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে যাচ্ছে। মোটা অঙ্কের টাকা নিয়ে আসা-যাওয়া করায় নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। এদিকে, রেজিস্ট্রি না থাকায় অলস সময় পার করছেন দলিল লেখক ও নকলনবিসরা। দলিল লেখক হেলাল উদ্দিন জানান, নিয়মিত জমি রেজিস্ট্রি হলে প্রতিটি সাব-রেজিস্ট্রি কার্যালয়ে মাসে গড়ে ৮শ’ থেকে ৯শ’ রেজিস্ট্রি হয়। এতে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব আসে। কিন্তু বর্তমানে জমি রেজিস্ট্রি না থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
×