ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিমির অনন্য ৩শ’, আমলার ৮ হাজার

প্রকাশিত: ০৬:০১, ১৬ জুলাই ২০১৭

জিমির অনন্য ৩শ’, আমলার ৮ হাজার

স্পোর্টস রিপোর্টার ॥ ট্রেন্ট ব্রিজ টেস্টে অনন্য এক রেকর্ড গড়েছেন জেমস এ্যান্ডারসন। টেস্ট ইতিহাসের প্রথম পেস বোলার হিসেবে ঘরের মাটিতে ৩০০ উইকেট শিকারের মাইলস্টোনে পা রেখেছেন ইংলিশ গতি তারকা। প্রতিপক্ষ ওপেনার ডিন এলগারকে তুলে নিয়ে প্রথমদিনেই স্মরণীয় এই কীর্তি গড়েন তিনি। ১২৪ টেস্টের ক্যারিয়ারে জিমির (ডাক নাম) মোট উইকেট ৪৭৫, যেখানে ঘরের মাটিতেই ৩০০। এ্যান্ডারসনের আগে মুত্তিয়া মুরলিধরন, অনীল কুম্বলে ও শেন ওয়ার্নের এমন অর্জন রয়েছে, তবে তিন গ্রেটের সবাই যে স্পিনার। এ্যান্ডারসন সেখানে ব্যতিক্রম নজির স্থাপন করলেন। অন্যদিকে একইদিনে মাত্র চতুর্থ দক্ষিণ আফ্রিকান হিসেবে টেস্ট ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন তারকা ব্যাটসম্যান হাসিম আমলা। এলগারের ব্যাট ছুঁয়ে হাওয়ায় ভাসল বল, পয়েন্টে দুর্দান্ত ক্যাচ নিলেন লিয়াম ডসনÑ ট্রেন্ট ব্রিজে প্রথমদিন সকালের এ ঘটনা ইংল্যান্ড তো বটেই, বিশ্বক্রিকেটের জন্যই ছিল স্মরণীয়। যার মধ্য দিয়ে অনন্য সেই রেকর্ডের জন্ম দিয়েছেন ৩৪ বছর বয়সী জেমস মিচেল এ্যান্ডারসন। টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে দেশের মাটিতে পূর্ণ করেছেন ৩ শ’ উইকেট! জন্মভূমিতে ৩ শ’র বেশি উইকেট আছে আর কেবল তিনজনের। তিনজনই আবার স্পিনার। নিজ দেশ শ্রীলঙ্কার মাটিতে ৪৯৩ উইকেট নিয়েছেন দেশটির জীবন্ত কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরলিধরন, সাবেক ভারতীয় লেগস্পিনার অনীল কুম্বলের ক্ষেত্রে সংখ্যাটা ৩৫০ ও অস্ট্রেলিয়ান লেগস্পিনার শেন ওয়ার্নের নিজ দেশে শিকার ৩১৯ উইকেট। পেসারদের মধ্যে এ্যান্ডারসনের আগে সর্বোচ্চ ছিল গ্লেন ম্যাকগ্রার ২৮৯ উইকেট। ২৪৯ উইকেট নিয়ে পেসারদের তিনে মাখায়া এনটিনি। দেশের বাইরে ৩ শ’ উইকেট নেয়ার কৃতিত্ব অবশ্য নেই কোন পেসারের। ২৯০ উইকেট নিয়ে শীর্ষে বাংলাদেশের এখনকার বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ভিন দেশে ম্যাকগ্রার উইকেট ২৭৪টি। স্পিনারদের মধ্যে দেশের বাইরে ৩ শ’ বা তার বেশি উইকেট আছে কেবল দুইজনের। ওয়ার্নার ৩৮৯ ও মুরলিধরন ৩০৭টি। উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে প্রথম ও একমাত্র বোলার হিসেবে ৮০০ উইকেট নেয়ার রেকর্ডটা মুরলিধরনের। পরের চারটি স্থানে ওয়ার্ন (৭০৮), কুম্বলে (৬১৯), ম্যাকগ্রা (৫৬৩) ও ওয়ালশ (৫১৯)। তালিকায় এ্যান্ডারসন (৪৭৫) ষষ্ঠ স্থানে, তবে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক শিকারের রেকর্ডটা তারই দখলে। এদিন নিজের টেস্ট ক্যারিয়ারের ৩২তম হাফসেঞ্চুরির পাশাপাশি ৮ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান আমলা। বর্তমানে তার রান ৮ হাজার ৭০। ৭৮ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হওয়া আগের পূর্বসূরি কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখান। আমলার আগে দ. আফ্রিকার জ্যাক ক্যালিস, গ্রায়েম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্স এই রেকর্ড গড়েছিলেন। আর বিশ্বব্যাপী ২৭তম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়লেন আমলা। ১০৫ টেস্টে ৩৪ বছর বয়সী আমলার মোট রান এখন ৮০৭০। গড় ৪৯.২০। সেঞ্চুরি ২৬টি। এ্যান্ডারসন-আমলার রেকর্ডের মধ্য দিয়ে ট্রেন্ট ব্রিজ টেস্টে লড়াইটাও চলছে সমানে-সমান। শনিবার দ্বিতীয়দিনের শুরুতেই সফরকারী দক্ষিণ আফ্রিকা অলআউট ৩৩৫ রানে। হাফসেঞ্চুরি পেয়েছেন কুইন্টন ডি কক (৬৮) আর ভারনন ফিল্যান্ডারও (৫৪)। এ্যান্ডারসন নিয়েছেন ৫ উইকেট, সতীর্থ পেসার স্টুয়ার্ট ব্রড ৩ ও বেন স্টোকসের শিকার ২টি করে।
×