ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি শুধু আন্দোলনের তারিখ দেয়, মাঠে নামে না ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৩, ১৬ জুলাই ২০১৭

বিএনপি শুধু আন্দোলনের তারিখ দেয়, মাঠে নামে না ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৫ জুলাই ॥ বিএনপির সমালোচনা করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি শুধু আন্দোলনের তারিখ দেয়, কিন্তু তারা কখনই মাঠে নামে না। বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়া লন্ডন থেকে ফিরে এসে সহায়ক সরকার নামের প্রস্তাব দেবে। সেটা জনগণের কাছে কখনই গ্রহণযোগ্য হবে না। শুধু জনগণই নয়, কোন দলের কাছে এমন সহায়ক সরকার গ্রহণযোগ্য হবে না। খালেদা জিয়ার সহায়ক সরকারের রূপরেখা যদি আগের সেই তত্ত্বাবধায়ক সরকারের মতো হয় তাহলে তা কারও কাছে গ্রহণযোগ্য হবে না। শনিবার সকালে মাদারীপুর পুলিশ লাইনস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, শুধু বন্যা পরিস্থিতি নয়, দেশের যেকোন দুর্যোগ দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে সরকার প্রস্তুত রয়েছে। বন্যাকবলিত মানুষের পাশে থেকে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করছে সরকার। এ নিয়ে বিএনপির উল্টাপাল্টা মন্তব্য ভিত্তিহীন। দেশে যে সব স্থানে বন্যা দেখা দিচ্ছে সরকার সর্বত্রই ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, মাদারীপুর পুলিশ সুপার মোহম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ, পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান বাচ্চু প্রমুখ।
×