ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তিন লাশ উদ্ধার

মেধাবী ছাত্রসহ ৩ খুন

প্রকাশিত: ০৫:২৩, ১৬ জুলাই ২০১৭

মেধাবী ছাত্রসহ ৩ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ সুদের টাকা নিয়ে গোলযোগে বাড্ডায় মেধাবী ছাত্র এবং টঙ্গী ও সিরাজগঞ্জে দুই গৃহবধূ খুন হয়েছে। এছাড়া দৌলতপুর, শেরপুর ও সাভার থেকে তিন গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর- বগুড়া গাবতলী উপজেলায় সুদের টাকা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীদের হামলায় শুক্রবার রাতে সোহাগ চন্দ্র সরকার (১৭) নামে মেধাবী শিক্ষার্থী খুন হয়েছে। সে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করে। বগুড়া পলিটেকনিকে তার ভর্তির কথা ছিল বলে স্বজনরা জানিয়েছে। হত্যাকা-ের প্রতিবাদে এলাকাবাসী শনিবার দুপুরে লাশ নিয়ে শহরের কেন্দ্রস্থল মানববন্ধন করে অবিলম্বে চিহ্নিত খুনীদের গ্রেফতারের দাবি জানায়। পূজা উদ্যাপন পরিষদ ও বগুড়া হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। হত্যাকা-ের ঘটনায় গাবতলী থানা পুলিশ তাহের সমির চন্দ্র নামে দুই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, চককাতুলি মধ্যপাড়া গ্রামের মিলন চন্দ্র সরকার পাশের সদর উপজেলার মেঘাগাছা গ্রামের হাফিজার থেকে সুদে ১০ হাজার টাকা নেয়। হাফিজার ওই টাকার বিপরীতে সুদসহ ২০ হাজার টাকা দাবি করে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাফিজার তার লোকজন নিয়ে পাওনা টাকা নিতে মিলন চন্দ্র সরকারের বাড়িতে গেলে মিলন ১৫ হাজার টাকা দিতে রাজি হয়। তবে হাফিজার পুরো সুদের টাকা দাবি করলে বাগ্বিত-া শুরু হয়। এ সময় মিলনের চাচাত ভাই সোহাগ ও সুমন চন্দ্রসহ কয়েকজন প্রতিবাদ করলে ৮-১০ জনের সন্ত্রাসী তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সোহাগ চন্দ্র ও সুমন চন্দ্র আহত হয়। ছুরিকাঘাতে গুরুতর আহত সোহাগকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাত ৯টার দিকে মারা যায় বলে পুলিশ জানায়। টঙ্গী প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করায় খুকু মণি (২১) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে সাবেক স্বামী আবু হানিফ। শনিবার সকালে টঙ্গীর বড় দেওড়া পরাণম-ল টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খুকু মণি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার সাজোরা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। পুলিশ জানায়, আবু হানিফ ওরফে কালা চাঁন ব্রাহ্মণবাড়িয়ায় খাবার হোটেলে কাজ করত। সে ওই এলাকা থেকে দা এবং গামছা কিনে খুকু মণিকে হত্যার উদ্দেশে টঙ্গীতে আসে। নিহতের বর্তমান স্বামী রানা জানান, প্রায় তিন বছর আগে আবু হানিফ ওরফে কালা চাঁনের সঙ্গে খুকু মণির বিয়ে হয়। বিয়ের পর মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে গত চার মাস আগে খুকু মণি তার আড়াই বছরের মেয়ে মারিয়াকে স্বামীর কাছে রেখে টঙ্গীর বড় দেওড়া এলাকায় কালামের বাড়ির ভাড়া বাসায় বসবাস করতে থাকে। বর্তমানে ওই বাড়িতে নিহতের বাবা-মাও বসবাস করছেন। খুকু মণির সঙ্গে বর্তমান স্বামী মনিরের ভালবাসার সম্পর্ক হয়ে গেলে তিনি খুকু মণিকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। চলতি মাসের ৬ তারিখ থেকে ম-ল মার্কেটের বাড়িতে তারা বসবাস শুরু করেন। শনিবার সকালে খুকু মণি চাকরির সন্ধানে বাসা থেকে বের হয়। পরে পরাণম-ল টেক এলাকায় নিহতের সাবেক স্বামীর সঙ্গে দেখা হয়। এ সময় সাবেক স্বামী আবু হানিফ খুকু মণির মুখে গামছা পেঁচিয়ে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা সদরের নিমতলায় তানিয়া খাতুন (২৮) নামের গৃহবধূ অপমৃত্যু হয়েছে। শনিবার সকালে শহরের নিমতলা আবাসিক এলাকার স্বামী সবুজ আলীর বাড়ি থেকে তার গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূ তানিয়ার ভাই বাবলু হোসেন অভিযোগ করে বলেন, তার বোনকে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ ঝুঁলিয়ে রাখা হয়েছে। স্বামীর পরিবারের লোকজন বলেছে তানিয়া আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। দৌলতপুর, কুষ্টিয়া আরজিনা খাতুন (২৬) নামে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার প্রাগপুর পশ্চিমপাড়া গ্রামের আনারুল ইসলামের বাড়ির ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে ঘটনার দিন সকাল ১০টার দিকে আনারুল ইসলামের স্ত্রী আরজিনা খাতুন নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শেরপুর শ্রীবরদীতে নির্মাণাধীন বাসা থেকে আল্পনা উর্মি (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌর শহরের পশ্চিম বাজারের ডাকবাংলা সড়কের ওই বাসা থেকে গলায় ওড়না পেঁচানো লিংটনের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। গৃহবধূ আল্পনা উর্মি স্থানীয় মুন্সীপাড়া গ্রামের সেলিম মিয়ার স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী। তবে বিষয়টি আত্মহত্যা না ধর্ষণ শেষে হত্যা তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলছে। জানা যায়, শনিবার ভোরে শ্রীবরদী পৌর শহরের ডাকবাংলো সড়কের আবদুর রেজ্জাকের নির্মাণাধীন বাসার লিংটনে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ আল্পনা উর্মির লাশ দেখতে পায় এলাকাবাসী। সাভার শনিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার একটি বাড়ি থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। জানা গেছে, সকালে পূর্বহাটি এলাকার এক বাড়ির কক্ষে অজ্ঞাত ওই নারীর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
×