ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রোল মডেল ॥ ত্রাণমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৬, ১৬ জুলাই ২০১৭

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রোল মডেল ॥ ত্রাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, গত ৩ মাস ১৩ দিনে বাংলাদেশ ৪টি বড় দুর্যোগ মোকাবেলা করে বিশ্বে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন বন্যাদুর্গত মানুষদের খোঁজ খবর নিচ্ছেন। বন্যা দুর্গতরা ঘরে না ফেরা পর্যন্ত ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। মন্ত্রী শনিবার বিকেলে বগুড়ার সারিয়াকান্দির বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে চন্দনবাইশা রহদহ বেড়িবাঁধে এক জনসভায় বক্তব্য রাখেন। এ সময় তার সঙ্গে ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব মোঃ শাহ কামাল, যুগ্ম সচিব মোঃ মহসিন, বগুড়ার জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান প্রমুখ। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সারিয়াকান্দি পৌঁছেই উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। তিনি বন্যার্তদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। তিনি ৫শ’ বান্ডেল ঢেউটিন ও যাদের বাড়ি ঘর ভেঙ্গে গেছে তা মেরামত কাজ শুরুর জন্য প্রাথমিকভাবে ১৫ লাখ টাকা বরাদ্দ দেন। প্রয়োজনে আরও অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে তিনি ১শ’ মেট্রিকটন চালের বিশেষ বরাদ্দ এবং ৩শ’ পরিবারের প্রতি পরিবারের জন্য ২০ কেজি চাল বরাদ্দ দেন। মন্ত্রী স্থানীয় নেতা কর্মীদের বর্তমান সরকারের সকল অর্জন ঘরে ঘরে পৌঁছে দেয়ার নির্দেশ দেন। মন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। যাতে কৃষক দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব মোঃ শাহ কামাল বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত করতে ‘মুজিব কেল্লা’ প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘মুজিব কেল্লা’ প্রকল্পই পারে দেশকে দ্রুত এগিয়ে নিতে।
×