ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ত্রি-বার্ষিক সম্মেলন

আমিরাত আ’লীগের সভাপতি রাখাল সম্পাদক ইউনুস

প্রকাশিত: ০৫:১৫, ১৬ জুলাই ২০১৭

আমিরাত আ’লীগের সভাপতি রাখাল সম্পাদক ইউনুস

আমিরাত থেকে সংবাদদাতা ॥ সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শারজাস্থ এশিয়ান প্যালেস হোটেলের কোহিনুর হলরুমে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো। সম্মেলন উদ্বোধন করেন সদ্য বিদায়ী সভাপতি আলহাজ আল মামুন সরকার। রাখাল কুমার গোপের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেনÑ ইউএই আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেনÑ সংগঠনের উপদেষ্টা ডাঃ সৈয়দ নূর মোহাম্মদ। বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটির নেতা কাজী মোহাম্মদ আলী, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল গণি, শারজাহ আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম (সিআইপি), বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সুবোধ চৌধুরী শিবু, আবুধাবী আওয়ামী যুবলীগের সভাপতি বশির ভূঁইয়া, আজমান আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদুল কাদের মুন্নাসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত নেতৃবৃন্দ। সম্মেলনে রাখাল কুমার গোপকে সভাপতি, মোহাম্মদ ইউসুফকে সাধারণ সম্পাদক এবং নাসির উদ্দিন কাউছার সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত বিডিনিউজ ॥ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে দাম্মাম-খোবার হাইওয়েতে খাবিজ ফারজানিয়া সানাইয়া এলাকার আলজামিল স্টিল কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থনেই প্রাণ হারান মোহাম্মদ হানিফ নামের এক বাংলাদেশী। মোহাম্মদ হানিফের দেশের বাড়ি কুমিল্লায়, তার বাবার নাম আব্দুল করিম। দুর্ঘটনার শিকার প্রায় একই নামের অপর বাংলাদেশী শুক্রবার দাম্মামের মারকাজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার নাম মোহাম্মদ হানিফ মিয়া। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলাধীন এলাসিন খান বাড়ির হজরত আলীর ছেলে। নিহতরা দাম্মামের মেসার্স ফারেস নাজদ কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের আইন সহায়তাকারী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমেদ।
×