ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিসেনার সঙ্গে বৈঠক

ম্যালেরিয়া নির্মূলে লঙ্কার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই ॥ নাসিম

প্রকাশিত: ০৭:৪৫, ১৫ জুলাই ২০১৭

ম্যালেরিয়া নির্মূলে লঙ্কার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ ম্যালেরিয়া নির্মূলে শ্রীলঙ্কার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। শুক্রবার হোটেল স্যুটে সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ বিষয়টি তুলে ধরে কলম্বোকে সহযোগিতা করার অনুরোধ জানান। এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ম্যালেরিয়া নির্মূলসহ বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স শ্রীলঙ্কায় নিয়োগ দিতে উদ্যোগ নেয়ার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার প্রতি আহ্বান জানান। এ সময় প্রেসিডেন্ট সিরিসেনা বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, শ্রীলঙ্কার স্বাস্থ্যমান উন্নত। তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। বৈঠকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলোতে শ্রীলঙ্কার শিক্ষার্থীদের কোটা বাড়ানোর আহ্বান জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিষয়টি বিবেচনা করা হবে জানান। বৈঠকে বাংলাদেশ থেকে বেক্সিমকো কোম্পানির শ্রীলঙ্কায় ফ্যাক্টরি করার জন্য জমি বরাদ্দ করার বিষয়টিও উঠে আসে। শ্রীলঙ্কার সরকারের সহযোগিতায় বেক্সিমকো এই ফ্যাক্টরি নির্মাণ করছে। এ ব্যাপারে চুক্তি হয়েছে। জায়গাও দেয়া হয়েছে। এছাড়া বৈঠকে দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সিরাজুল হক খানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
×