ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০০, ১৫ জুলাই ২০১৭

টুকরো খবর

পর্যটক হয়রানি রোধে অভিযান স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সমুদ্রসৈকতে পর্যটকদের বিড়ম্বনা-হয়রানি দূর করতে এবার অভিযানে নেমেছে জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে অভিযানে জব্দ করা হয়েছে দুটি লাইসেন্সহীন ক্যামেরা। যত্রতত্র যাত্রী উঠিয়ে জ্যাম সৃষ্টি করার অভিযোগে শ্যামলী পরিবহনসহ ৫টি বাসকে ২ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানে জেলা মোটরযান পরিদর্শক সাজেদুল ইসলাম, আনসার ব্যাটালিয়নের সদস্য ও জেলা প্রশাসনের বীচ কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা ব্র্যান্ডিং শীর্ষক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৪ জুলাই ॥ ভোলা জেলার নামকরণ নিয়ে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই জেলাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে জেলা ব্র্যান্ডিং শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সেলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনÑ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ই-সার্ভিস, এটুআই প্রোগ্রামের পরিচালক ড. আবদুল মান্নান। সভায় বক্তব্য রাখেনÑ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহামুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার, সিভিল সার্জেন রদিন্দ্রনাথ মজুমদার, প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক আবু তাহের, ভোলা জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার প্রমুখ। কর্মশালায় কুইন অব আই ল্যান্ড নামকরণ করে দেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা ভোলার সম্ভাবনা পর্যটন এলাকা কুকরি-মুকরিসহ স্পটগুলোর প্রামাণ্যচিত্র প্রর্দশন করার পাশাপাশি ও বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এ সময় পর্যটন এলাকার উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা, প্রচার কৌশল ও ভোলার ব্র্যান্ডিং লোগো তুলে ধরে আলোচনা করা হয়। নেত্রকোনায় দুই দোকান ভস্মীভূত সংবাদদাতা, কেন্দুয়া, নেত্রকোনা, ১৪ জুলাই ॥ কেন্দুয়া উপজেলার এক বাজারে অগ্নিকা-ে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের হরিপুরবাজারে।স্থানীয় সূত্র জানায়, রাত দুইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ওই বাজারের মনিহারি ও ওষুধ ব্যবসায়ী যথাক্রমে হারুনূর রশীদ এবং ফজলুর রহমান ভূঁইয়ার দুটি ব্যবসায় প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। এতে নগদ টাকা ও মালামালসহ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। ব্যবসায়ীকে ছুরিকাঘাত নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৪ জুলাই ॥ ব্যবসার দ্বন্দ্বের জের ধরে আশুলিয়ায় এক ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ। শুক্রবার দুপুরে আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজিরচট এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কয়েকদিন ধরে ওই এলাকার ডিশ ব্যবসায়ী মনির হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছিল স্থানীয় একটি গ্রুপের সঙ্গে। এরই জের ধরে এদিন দুপুরে অফিসে বসে কাজ করার সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন কিছু বুঝে ওঠার আগেই ছুরিকাঘাত করে মনিরকে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অস্ত্রসহ সন্ত্রাসী আটক নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৪ জুলাই ॥ দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ লিটন নামে এক সন্ত্রাসী আটক হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকু-ি বাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, অস্ত্রসহ এক সন্ত্রাসীর সোনাইকু-ি বাজারে অবস্থানের সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী লিটন পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তুল, ছয় রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি ধারালো ছুরি উদ্ধার করে। সে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার মির্জাপুর গ্রামের নবীর উদ্দিনের ছেলে। বরিশালে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বৈদ্যুতিক শর্টসার্কিটে শুক্রবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কা-পাশা গ্রামের সেকেন্দার আলী সিকদারের বসতঘর ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুরো বসতঘরটি ভস্মীভূত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা মানিক পাল জানান, সেকেন্দার আলী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পরিবারটি অর্থ সঙ্কটে চরম মানবেতর জীবনযাপন করছে। এরই মধ্যে ভয়াবহ অগ্নিকা-ে তার (সেকেন্দার) বসতঘরটি ভস্মীভূত হওয়ায় ওই পরিবারটি আরও অসহায় হয়ে পড়েছে। অফিস সহকারী আটক নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৪ জুলাই ॥ চেক জালিয়াতি করে ২৪ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আতিকুল ইসলাম খানকে শুক্রবার বিকেলে আটক করেছে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। আতিকুল ইসলামের বাড়ি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামে। জানা গেছে, অভিযুক্ত আতিকুল ইসলাম পূর্বধলার সাবেক ইউএনও নূর হোসেনের কর্মকালীন সোনালী ব্যাংকের পূর্বধলা শাখার দুটি চলতি হিসাব নম্বর থেকে ৭টি চেক জালিয়াতি করে ২৪ লাখ ২০ হাজার টাকা আত্মসাত করেন। ইউএনওর স্বাক্ষরের পর ফাঁকা জায়গায় অতিরিক্ত টাকার অঙ্ক বসিয়ে এসব টাকা ওঠানো হয়। জুন ক্লোজিংয়ের পর হিসাবের গড়মিল হওয়ায় বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে’র অনুসন্ধানে বিষয়টি ধরা পড়ে। পরে তিনি গত ৪ জুলাই এ ব্যাপারে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আতিকুল পলাতক।
×