ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভ্যাকসিন দেয়ায় ছয় শতাধিক হাঁসের মৃত্যু

প্রকাশিত: ০৫:০৭, ১৪ জুলাই ২০১৭

ভ্যাকসিন দেয়ায় ছয় শতাধিক হাঁসের মৃত্যু

সংবাদদাতা, মেহেরপুর, ১৩ জুলাই ॥ মেহেরপুরে জেন্টামাইসিন ভ্যাকসিন দেয়ায় ছয় শতাধিক পাতিহাঁসের মৃত্যু হয়েছে এবং সেই সঙ্গে আরও শতাধিক হাঁস আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। গত মঙ্গলবার রাতে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের রাজন ডাক ফার্মে ওই ঘটনা ঘটে। ফার্মের মালিক রাজন আলী মালিথা জানান, ফার্মে মোট এক হাজার ১শ’টি পাতিহাঁস ছিল। হাসগুলোকে সুস্থ রাখার জন্য আমি ভিটামিনের জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করি। প্রাণিসম্পদ কর্মকর্তা জেন্টামাইসিন ভ্যাকসিন দেয়ার পরামর্শ দেন। প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম শরিফুল ইসলামের পরামর্শ অনুযায়ী হাঁসের শরীরে ভ্যাকসিনটি দিতে রাজি হলে মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে ডাক্তার পাঠিয়ে জেন্টামাইসিন ভ্যাকসিনটি হাঁসগুলোর শরীরে পুস করা হয়। ভ্যাকসিন দেয়ার ছয় ঘণ্টা পরেই হাঁসগুলো মারা যেতে শুরু করে। এ পর্যন্ত ছয় শতাধিক হাঁস মারা গেছে এবং শতাধিক হাঁস আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৩ জুলাই ॥ অবশেষে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন দ্রুত বিচারের আশ্বাস দেয়ায় ভোলা জেলার অভ্যন্তরীণ সকল রুটের বাস ধর্মঘট সাময়িক ভাবে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় সাংবাদিক সম্মেলন করে ভোলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন এবং এ বিষয়ে তারা মামলাদায়ের করেন বলেও উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে বাস মালিক সমিতি ও বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, বুধবার দুপুরে ভোলার লালমোহনে যাত্রীবাহী ‘মির্জাকালু’ নামের বাসের ড্রাইভার মামুনকে লালমোহন শ্রমিক লীগের সভাপতি জাকির পঞ্চায়েতের নেতৃত্বে মারধর করে থানায় সোর্পদ করে। পরে পুলিশ তাকে ছেড়ে দিলে রাতে গুরুতর অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভোলা-চরফ্যাসনসহ অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। এতে করে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাস-মালিক সমিতির নেতারা অভিযোগ করে বলেন, জাকির হোসেন পঞ্চায়েত সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের চাচাত ভাই হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন সময়ে লালামোহন মোড়ে বাস থামালে বাসের সুপার ভাইজারের কাছ থেকে চাঁদা নেয়। চাঁদা দিতে কেউ না চাইলে বাস মোড়ে থামতে দেবে না বলেও হুমকি দেয়। এসব ঘটনায় বৃহস্পতিবার সকালে লালমোহন শ্রমিক লীগের সভাপতি জাকির পঞ্চায়েতকে প্রধান করে ৫ জনের বিরুদ্ধে ভোলা জজ কোর্টে বাস মালিক সমিতির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।
×