ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারী চাকরিজীবী ও বিবাহিতদের পদত্যাগের নির্দেশ

প্রকাশিত: ০৭:৪৭, ১৩ জুলাই ২০১৭

সরকারী চাকরিজীবী ও বিবাহিতদের পদত্যাগের নির্দেশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সরকারী চাকরিজীবী ও বিবাহিতদের আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলিস্তানে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। সভায় নির্ধারিত এজেন্ডাগুলোর মধ্যে ছিল কেন্দ্রীয় নেতাদের মাদক সেবন, বিবাহিতদের পদ প্রদান, আসন্ন জাতীয় নির্বাচন ও নিরক্ষরতামুক্তি অভিযান ও ১৫ আগস্টের কর্মসূচী। সভার নির্ধারিত এজেন্ডার বাইরেও বিভিন্ন বিষয়ে কথা বলেন নেতারা। আসন্ন ২৫ জুলাই ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হতে চললেও এখন পর্যন্ত মেয়াদ বাড়ানো বা সম্মেলনের তারিখ ঘোষণা না করায় অনেক নেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে জানা গেছে। তবে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ জনকণ্ঠকে বলেন, আমাদের প্রাণের নেত্রী যা বলবে আমরা তাই করতে প্রস্তুত আছি। নেত্রী বললে আমরা যে কোন সময় সম্মেলনের তারিখ ঘোষণা করব। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রƒপ করারও সমালোচনা করেন কয়েকজন নেতা। এদিকে শান্তিপূর্ণভাবে সাধারণ সভা শেষ হয়েছে বলে জানিয়েছেন সাইফুর রহমান সোহাগ। তিনি বলেন, সাধারণ সভায় সাধারণত নেতারা জ্বালাময়ী বক্তব্য দিবেই। সভায় তেমন কোন বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়নি। সব মিলিয়ে সভা সফল হয়েছে।
×