ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে দুদকের গণশুনানি

প্রশ্নবাণে জর্জরিত দফতর প্রধানরা

প্রকাশিত: ০৫:২০, ১৩ জুলাই ২০১৭

প্রশ্নবাণে জর্জরিত দফতর প্রধানরা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১২ জুলাই ॥ জনগণের সেবা সুনিশ্চিতে সরকারী-আধাসরকারী ও স্বায়ত্ত্বশাসিত দফতরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম-দুর্নীতি পরিহার এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বুধবার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো দুর্নীতি দমন কমিশনের ‘গণশুনানি’। জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে ও সদর ইউএনও এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের সঞ্চালনা এবং জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণশুনানির ১ম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম (সুপ্রীমকোর্ট আপীল বিভাগের বিচারপতি পদমর্যাদাসম্পন্ন)। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল ইসলাম, সিলেট মেট্রোপলিটিন পুলিশ কমিশনার মোঃ গোলাম কিবরিয়া ও জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। এসময় বক্তব্য রাখেন জেলা দুদকের ডেপুটি ডিরেক্টর খোন্দকার খলিলুর রহমান ও জেলা দুপ্রক-এর ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ জমির আলী। এদিকে অনুষ্ঠানের ২য় পর্বে শুরু হয় সেবা বঞ্চিত জনগণের দুদকের গণশুনানি। এতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক সাবিনা আলম এবং সহযোগিতায় ছিলেন সিলেট বিভাগীয় দুদকের ডিরেক্টর শিরীন পারভীন, সদর ইউএনও এটিএম আজহারুল ইসলাম, জেলা দুদক ডিপুটি ডিরেক্টর খলিলুর রহমান ও দুপ্রক মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। এতে সরকারী-আধাসরকারী এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের ১৮ দফতর প্রধানদের সেবা বঞ্চিত জনগণের মুখোমুখি করে জবাবদিহিতার আওতায় আনা হয়।
×