ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সড়কে স্কুলছাত্রীসহ নিহত ৮

প্রকাশিত: ০৫:১৮, ১৩ জুলাই ২০১৭

সড়কে স্কুলছাত্রীসহ নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ সিরাজগঞ্জে কাভার্ডভ্যান চাপায় স্কুলছাত্রী, মুন্সীগঞ্জে বাস উল্টে দুই যাত্রী, পটিয়ায় পথচারী নিহত হয়েছেন। বাগেরহাটে আহত অধ্যাপক ও বরিশালে আহত তিন যাত্রী মারা গেছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সিরাজগঞ্জ ॥ বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে এসএ পরিবহনের কাভার্ডভ্যানের চাপায় রোকাইয়া খাতুন (১২) নামের ৭ম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ কাভার্ডভ্যানসহ চালক মনিরকে আটক করেছে। সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকাইয়া মুলিবাড়ী গ্রামের আব্দুল করিম আকন্দের মেয়ে ও সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। সয়দাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, সকালে স্কুলে যাবার পথে মুলিবাড়ী মহাসড়ক পার হচ্ছিল রোকাইয়া। এ সময় এস এ পরিবহনের একটি কাভার্ডভ্যান চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টচিড়ায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ সোহেল রানা জানান, বাসটি খাদে পড়ে পানিতে তলিয়ে যাওয়ার আগে অন্তত ৫০ যাত্রী বেরিয়ে আসে। এছাড়া বাসে আটকে পড়া এক যাত্রীকে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। হাসাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানান, ঢাকা থেকে মাওয়াগামী গাঙ্গচিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতরা হলেন লৌহজং উপজেলার হলদিয়া গ্রামের আছিয়া খাতুন (৫৫) ও কুড়িগ্রামের শফিকুল ইসলাম (৩২)। দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পটিয়া, চট্টগ্রাম ॥ পটিয়ায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম আখতারুজ্জামান মুকুল (৪৫)। তিনি উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে। বুধবার সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের শাহ্গদী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন মরজিনা, উম্মে হাফসা, আজম, দিলরুবা সুলতানা, রেজাউল করিম, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, গোলাম কাদের, সামশু, অনুপম বড়–য়া। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মধ্যে ৪ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মুকুল বেসরকারী সংস্থা বলাকার কর্মকর্তা। জানা যায়, পটিয়া শাহ্গদী মার্কেট এলাকায় সকাল ৮টার দিকে চট্টগ্রাম শহরমুখী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে লেগুনা পরিবহনের অপর একটি যাত্রীবাহী গাড়িকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার পাশে দাঁড়ানো মুকুল ঘটনাস্থলে মারা যায়। বাগেরহাট ॥ মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় এ.আর.খান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নিহত ও এক প্রভাষক আহত হয়েছেন। নিহত শংকর আচার্য মজুমদার (৫১) মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাতী গ্রামের জীতেন্দ্র মজুমদারের ছেলে। ঢাকা নেয়ার পথে বুধবার সকালে তিনি মারা যান। মঙ্গলবার বিকেলে কলেজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের কেয়ার বাজার সংলগ্ন সড়কে তিনি দুর্ঘটনার শিকার হন। এ সময় একই কলেজের প্রভাষক অসীম কুমার মল্লিক আহত ও সহকারী অধ্যাপক শংকর আচার্য মজুমদার গাছের সঙ্গে ধাক্কা লেগে ডোবায় পড়ে মারত্মক আহত হয়ে অচেতন হন। এ অবস্থায় তাকে খুলনা হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকা নেয়া পথে বুধবার সকালে তিনি মারা যান। বরিশাল ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন- বরিশালের সাহেবেরহাট এলাকার অশোক ঘোষের পুত্র অজয় ঘোষ, পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের নুর মোহাম্মদের পুত্র রুহুল আমিন, গলাচিপা এলাকার আব্দুল কাদেরের পুত্র ফারুক হোসেন। তিনি আরও জানান, উল্লিখিতরা স্ব-স্ব এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাতে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ও দুপুরে তাদের মৃত্যু হয়েছে। জানা গেছে, সাহেবেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় অজয় ঘোষ নিহতের ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের মুখে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে সড়ক যোগাযোগ প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানচলাচল স্বাভাবিক করে।
×