ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

ফেসবুকে সাঈদীর ভিডিও আপলোড

প্রকাশিত: ০৫:১৬, ১৩ জুলাই ২০১৭

ফেসবুকে সাঈদীর ভিডিও আপলোড

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ১২ জুলাই ॥ মানবতাবিরোধী অপরাধে দ-প্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড ও শেয়ার করার অভিযোগে রংপুরের বদরগঞ্জে আহসান হাবিব নামে এক প্রভাষকের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাছিমা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ থেকে এ তথ্য জানা যায়। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্প্রতি বদরগঞ্জ মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আহসান হাবীব সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) দেলাওয়ার হোসাইন সাঈদীর একটি ভিডিও চিত্র ও একটি স্থিরচিত্র আপলোড করে শেয়ার করেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর ওই ভিডিও চিত্রটি ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নজরেও আসে। এ কারণে ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মন্ত্রণালয়ের ওই আদেশে শিক্ষক আহসান হাবীবের কর্মকা-কে অপতৎপরতা হিসেবে আখ্যা দেয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দ-প্রাপ্ত অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ভিডিও চিত্র আপলোড ও শেয়ারকারী প্রভাষক আহসান হাবিবের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। আহসান হাবিব বদরগঞ্জ পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি ও উপজেলা জামায়াতের সক্রিয়কর্মী। তিনি দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি। আহসান হাবীব বলেন, বিষয়টি আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। কলেজের সহকর্মীদের কাছ থেকে বিষয়টি শুনে মহাচিন্তায় পড়ে গেছি। বদরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার বলেন, ‘আমিও আহসান হাবিবের ফেসবুক এ্যাকাউন্টে দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি দেখেছি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কোন চিঠি হাতে পাইনি। চিঠি পাওয়ার পর পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×