ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা’র উদ্বোধন

প্রকাশিত: ০৫:১৫, ১৩ জুলাই ২০১৭

মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা’র উদ্বোধন

সম্প্রতি ঢাকা সেনানিবাসে মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সশস্ত্র বাহিনীর জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০৩০-এর আলোকে সেনাবাহিনী পুনর্গঠনের অংশ হিসেবে আর্মি ডেন্টাল কোরের অন্তর্ভুক্ত ইউনিটসমূহকে স্বতন্ত্র ইউনিট সৃষ্টির সিদ্ধান্তের অংশ হিসেবে মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা’র উদ্বোধন হয়। এ উপলক্ষে ইউনিটের প্রথম দরবার, বৃক্ষরোপণ, প্রীতিভোজ ও বাদ ফজর দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা’র নবনিযুক্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহীউদ্দীন চৌধুরী দরবারে বক্তব্য রাখেন এবং ইউনিট চত্বরে বৃক্ষরোপণ করেন। এছাড়াও মিলিটারি ডেন্টাল সেন্টার উদ্বোধন উপলক্ষে দুপুরে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাসহ ডেন্টাল কোরের সকল পদবীর সদস্যগণ এতে অংশগ্রহণ করে। -আইএসপিআর সাইবেরীয় বাঘ দীর্ঘ আইনী লড়াই শেষে কয়েকটি সাইবেরীয় বাঘ অবশেষে ফ্রান্সের লিঁও শহরের পশু অভয়ারণ্যে স্থানান্তরিত হয়েছে। এসব বাঘ ইউক্রেন থেকে আনার সময় লেবাননে নামানো হয়। বাঘগুলো স্থানান্তর নিয়ে পশু অধিকারকর্মীরা বিক্ষোভ দেখায় -এএফপি তৃষ্ণা নিবারণের চেষ্টা সিরিয়ার রাকা থেকে আইএসের ভয়ে এ শিশুর পরিবার আইনইসা গ্রামের একটি অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। মঙ্গলবার শিবিরের একটি পানির কল থেকে হাতে পানি নিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে শিশুটি -এএফপি
×