ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘দক্ষ এবং জবাবদিহিমূলক স্থানীয় সরকার’ শীর্ষক প্রকল্পের চুক্তি সই

প্রকাশিত: ০৮:২৪, ১২ জুলাই ২০১৭

‘দক্ষ এবং জবাবদিহিমূলক স্থানীয় সরকার’ শীর্ষক প্রকল্পের চুক্তি সই

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অধিকতর দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন একটি প্রকল্প নেয়া হচ্ছে। দেশের আট বিভাগের আট জেলার ১৬ উপজেলা পরিষদ ও ২৪০ ইউনিয়ন পরিষদে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনটি দাতা সংস্থা যৌথভাবে অনুদান হিসেবে প্রকল্পের সম্পূর্ণ অর্থায়ন করবে। ৫ বছর মেয়াদী এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৬ কোটি ২৪ লাখ টাকা (প্রতি ডলার ৮০ টাকা হিসেবে)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) মধ্যে এ প্রকল্প সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। ‘দক্ষ এবং জবাবদিহিমূলক স্থানীয় সরকার’ শীর্ষক এ প্রকল্পের চুক্তিতে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব শামীমা নার্গিস এবং দাতাসংস্থাগুলোর পক্ষে বাংলাদেশে ইউএনডিপির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর কিওকো ইউকোসুকু সই করেন। এছাড়া প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার বিভাগের পক্ষে সংস্থার অতিরিক্ত সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী চুক্তিতে সই করেন। এ সময় দাতা সংস্থার প্রতিনিধি ও ইআরডির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শামীমা নার্গিস বলেন, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের উন্নয়নে নেয়া পৃথক দুটি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। প্রকল্প দুটির ইতিবাচক দিক ও মূল্যায়ন প্রতিবেদন বিবেচনায় নিয়ে নতুন প্রকল্পটি নেয়া হয়েছে। অর্থায়নের বিষয়টি চূড়ান্ত হয়ে গেল। এখন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেলেই কাজ শুরু করা যাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো-অপারেশন (এসডিসি), ডানিডা ও ইউএনডিপি যৌথভাবে এ প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করছে।
×