ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক ম্যাচ খেলেই কাউন্টি ছাড়লেন তামিম

প্রকাশিত: ০৭:০৭, ১২ জুলাই ২০১৭

এক ম্যাচ খেলেই কাউন্টি ছাড়লেন তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ এসেক্সের হয়ে খেলতে গেলেন। এক ম্যাচ খেলেই আবার দেশে ফিরে আসছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবারই তার দেশে ফিরে আসার কথা রয়েছে। তামিমের ফেরার বিষয়টি এসেক্স নিজেদের ওয়েবসাইটেই জানিয়ে দিয়েছে। এসেক্স জানিয়েছে, ক্লাব নিশ্চিত করছে ব্যক্তিগত কারণে দ্রুতই তামিম দেশের পথে চলে গেছে। এসেক্সের হয়ে মোট আট ম্যাচ খেলার কথা তামিমের। কিন্তু একটিমাত্র ম্যাচ খেলেই শেষ হয়ে গেল কাউন্টি মিশন। সেই একটি ম্যাচে ৭ রান করেছেন বাংলাদেশ ওপেনার। নেটওয়েস্ট টি২০ ব্লাস্টে এবার খেলেছেন তামিম। কেন্টের বিপক্ষে ম্যাচটিতে একটি ছক্কাসহ ৭ বলে ৭ রান করে আউট হয়ে যান। দলও হারে। শুক্রবারই ইংল্যান্ড পৌঁছান তামিম। তিনদিন পর মঙ্গলবার দেশে ফিরে আসেন। কথা ছিল এবারের মৌসুমে আটটি ম্যাচ খেলবেন তামিম। কিন্তু এক ম্যাচ খেলার পরই হঠাৎ দেশে ফিরে আসছেন বাংলাদেশী এই ড্যাশিং ওপেনার। ক্লাব কর্তৃপক্ষ বলছে, কারণটা ব্যক্তিগত। নিউজিল্যান্ড সফর থেকেই ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করে চলেছেন তামিম। ধারাবাহিকতা ছিল সর্বশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। তামিম ইকবালের এ ধারাবাহিক পারফর্মেন্স নজর এড়ায়নি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল এসেক্স ঈগলসের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাকালীন সময়েই তামিমকে দলে পেতে চায় এসেক্স। তামিমও রাজি হয়ে যান। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরে ঈদের ছুটি কাটিয়ে গত মঙ্গলবার ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল তার। তবে ভিসা জটিলতায় তা আর হয়ে ওঠেনি। ফলে শুক্রবার সকালেই উড়াল দিয়েছিলেন দেশসেরা এ ওপেনার। বাংলাদেশী ড্যাশিং এই ওপেনারের অনুপস্থিতিতে নিজেদের প্রথম ম্যাচটিতে তীরে এসে তরী ডুবায় রায়ান টেন ডেসকাটের দল। রবিবার কেন্টের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তাই এসেক্সের ভরসার নাম ছিল তামিম। কিন্তু সেদিন আস্থার প্রতিদান দিতে পারেননি বাঁহাতি এই ওপেনার। এসেক্স ঈগলের হয়ে অভিষেক ম্যাচে মাত্র ৭ রানেই কিউই পেসার এ্যাডাম মিলসের বলে সাজঘরে ফেরেন ছয় বছর পর আবারও কাউন্টি খেলতে যাওয়া তামিম। দলও হারের বৃত্তে বন্দী থাকে। ব্যর্থতা ভুলে দলের তৃতীয় ম্যাচে জ্বলে উঠবেন তামিমÑ এমন আশাতেই বুক বেঁধেছিলেন তামিমভক্তরা। কিন্তু ব্যক্তিগত কারণে মঙ্গলবার হঠাৎ করেই দেশে ফিরে আসেন তামিম। প্রথমবার ২০১১ সালে নটিংহ্যামশায়ারের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন তামিম। এবার একটি ম্যাচ খেলার পর ১৩ জুলাই চেমসফোর্ডে সমারসেটের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবেন বলে কথা ছিল। এরপর আরও ৬টি ম্যাচ খেলার জন্য এসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ তামিম। কোরিয়ায় বড় হারে শুরু কৃষ্ণাদের স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনুর্ধ-১৬ মহিলা ফুটবলের চূড়ান্তপর্বের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন দক্ষিণ কোরিয়ায়। কোরিয়া ফুটবল ফেডারেশনের এনটিসি পাজোতে অনুষ্ঠিত মঙ্গলবার স্বাগতিক অনুর্ধ-১৬ দলের কাছে ০-৬ গোলে হেরেছে কৃষ্ণারা। ১৪, ১৭ ও ১৯ জুলাই ওজো মিডল স্কুল, ইয়ুলমিয়ুন মিডল স্কুল ও ওজো মিডল স্কুলের বিপক্ষে আরও তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
×