ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টানা পঞ্চম জয় পেল লিটনবাহিনী

প্রকাশিত: ০৭:০১, ১২ জুলাই ২০১৭

টানা পঞ্চম জয় পেল লিটনবাহিনী

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত ক্রিকেট খেলছে লিটনবাহিনী। নর্দার্ন টেরিটোরিকে পাত্তাই দিচ্ছে না। টানা পঞ্চম জয় তুলে নিয়েছে তারা। স্বাগতিকদের পঞ্চম ওয়ানডেতে ১৫১ রানে হারিয়ে দিয়েছে। হোয়াইটওয়াশ করেছে। মঙ্গলবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে এইচপি একাদশ। ৪৯.৩ ওভারে ২৬৯ রান করে অলআউট হয় এইচপি দল। ম্যাচটিতে এনামুল হক বিজয় দুর্দান্ত ব্যাটিং করেন। হাফসেঞ্চুরি করেন। এরপর ৩০.৪ ওভারে মাত্র ১১৮ রানেই থেমে যায় নর্দার্ন টেরিটোরির ইনিংস। সাইফউদ্দিন ও আবুল হাসান রাজু ৩টি করে উইকেট নেন। অস্ট্রেলিয়ার ডারউইনে গত বুধবার থেকে শুরু হয়েছে এইচপির প্রস্তুতিমূলক এই সিরিজ। শুরুতেই এক উইকেটের নাটকীয় এক জয়ে সিরিজে এগিয়ে যায় লিটন-বিজয়রা। নিজেদের দ্বিতীয় ম্যাচেও ৭০ রানের বড় ব্যবধানে জয় পায় সফরকারীরা। তৃতীয় ম্যাচে ৪২ রানের জয়ে সিরিজ নিশ্চিত হয় লিটন-বিজয়দের। সিরিজের চতুর্থ ম্যাচে নয় উইকেট এবং পঞ্চম ও শেষ ম্যাচে ১৫ রানের বড় জয়ে নর্দার্ন টেরিটোরিকে হোয়াইটয়াশের লজ্জা দেয় এইচপি দল। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৬৯ রানে থামে লিটন-বিজয়দের সংগ্রহ। দলের পক্ষে এনামুল হক বিজয় ৫৩, ইরফান শুক্কুর ৪৬, তাসামুল হক ৪৬, ইমতিয়াজ হোসেন ৩৯ ও আবু হায়দার রনি ৩৫ রান করেন। নর্দার্ন টেরিটোরির পক্ষে দোয়েল তিনটি ও মেকেল দুটি করে উইকেট নেন। বাংলাদেশী বোলারদের তোপের মুখে পড়েই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় নর্দার্ন টেরিটোরির আমন্ত্রিত একাদশ। পেস বান্ধব উইকেটে নর্দার্ন টেরিটোরি একাদশ ৩০.৪ ওভারে মাত্র ১১৮ রান তুলতেই গুটিয়ে যায়। দলের পক্ষে ফ্রিম্যান ২৯ রান করেন। বিসিবি এইচপি দলের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ও আবুল হাসান রাজু তিনটি করে উইকেট লাভ করেন। এছাড়া আরেক পেসার আবু জায়েদ রাহি দুটি উইকেট নেন। দু’দলের মধ্যকার সফরের একমাত্র তিনদিনের ম্যাচটি বৃহস্পতিবার থেকে একই ভেন্যুতে শুরু হবে। এ ম্যাচ দিয়েই হাইপাফর্মেন্স দলের অস্ট্রেলিয়া সফরের সমাপ্তি ঘটবে।
×