ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ ভিসির সঙ্গে অক্সফোর্ড ভার্সিটি অধ্যাপকের সাক্ষাত

প্রকাশিত: ০৬:৩৩, ১২ জুলাই ২০১৭

বিএসএমএমইউ ভিসির সঙ্গে অক্সফোর্ড ভার্সিটি অধ্যাপকের সাক্ষাত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের সঙ্গে মঙ্গলবার যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর ট্রপিক্যাল মেডিসিন এ্যান্ড গ্লোবাল মেডিসিনের প্রফেসর ডাঃ সুসান্না ডুনাচি সাক্ষাত করেন। এ সময় একটি গুরুত্বপূর্ণ সভা উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে জ্বর, ভাইরাল হেপাটাইটিস, ট্রপিক্যাল ইনফেকশনসহ সংশ্লিষ্ট বিষয়ে যৌথ গবেষণা, গবেষণার সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা, যৌথভাবে স্বাস্থ্যখাতসহ স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং ভবিষ্যতে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। প্রশিক্ষণ কর্মসূচী ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিলন্ট হলে মঙ্গলবার সকালে নার্সিং অফিসারদের জন্য প্রশাসন ও ব্যবস্থাপনার ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। -বিজ্ঞপ্তি ঝড় উপেক্ষা করে... ভারতের উত্তর প্রদেশের আহমেদাবাদে মঙ্গলবার প্রচ- ঝড়ের সময় প্লাস্টিক শিট দিয়ে মুড়ে রাখা একটি শিশুকে ক্রেতার অপেক্ষায় উন্মুক্ত ফুলের দোকানটিতে বসে থাকতে দেখা যায়।-এএফপি শিশুদের জন্য মিউজিয়াম হেগের জিমেন্টি মিউজিয়ামে মঙ্গলবার প্রথম বেবী মিউজিয়াম ট্যুর উপলক্ষে এক ব্যক্তি একটি শিশুকে কোলে নিয়ে জাদুঘর পরিদর্শন করছেন। এই ভ্রমণের নাম দেয়া হয়েছে বুগি উগি, বেবী। বিশেষ করে চার থেকে ১৮ মাসের শিশুদের জন্য এই ভ্রমণ সুবিধা দেয়া হয়। -এএফপি
×