ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ০৬:৪২, ১০ জুলাই ২০১৭

জাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

জাবি সংবাদদাতা ॥ ঈদের ছুটির পর জাবি ক্যাম্পাস খুলতে না খুলতেই প্রশাসনের দায়ের করা মামলা নিয়ে সরগরম হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর। দাবি আদায়ে আন্দোলনে নেমেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবন ভাংচুরের ঘটনায় ৫৬ শিক্ষার্থীর নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়। যার মধ্যে পুলিশী হয়রানির প্রতিবাদে ‘পুলিশকে ঘুষ দেয়ার জন্য বৃত্তি চাই!’ সহ বিভিন্ন লেখা ছিল। মানববন্ধনে জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি তৌহিদ হাসান শুভ্র বলেন, আমরা অতি দ্রুত শিক্ষার্থীদের উপর থেকে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষতিপূরণ ও দোষীদের বিচারের দাবি করায় প্রশাসন আমাদের বিরুদ্ধে মিথ্যা হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে। পুলিশ একের পর এক অত্যাচার-হয়রানি করছে। আমরা চাই অবিলম্বে এ মামলা তুলে নেয়া হোক। এ মামলা যতদিন তুলে না নেয়া হবে ততদিন আমরা রাজপথে থাকব। অন-ক্যাম্পাস-প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস গঅঝ, অফাধহপবফ গইঅ, গ.চযরষ ও চয.উ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনের সময়সীমা আগামী ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ থেকে বিস্তারিত তথ্য জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
×