ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রতারক চক্রের চাঁদা আদায়

এমপি আয়েন উদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড, ফোন নম্বর ক্লোন

প্রকাশিত: ০৬:২২, ১০ জুলাই ২০১৭

এমপি আয়েন উদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড, ফোন নম্বর ক্লোন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের ফেসবুক আইডি হ্যাক এবং মোবাইল নম্বর ক্লোন করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এমপির ৩০ থেকে ৪০ জন নিকটাত্মীয়, আওয়ামী লীগের নেতাকর্মী ও ব্যবসায়ীদের কাছ থেকে এ অর্থ হাতিয়ে নেয় এ চক্রটি। কেউ টাকা দিতে রাজি না হলে তাদের অশ্লীল মন্তব্য ও গালাগাল করে ওই প্রতারক চক্রের সদস্যরা। বিষয়টি টের পেয়ে রবিবার সাংসদ আয়েন উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গ্রামীণফোনকে জানিয়েছেন। এমপি আয়েন উদ্দিন বলেন, কিছুদিন আগে তার মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছিল। এরপর আমার ফেসবুক আইডিটি হ্যাক করা হয়। পরে মোবাইল নম্বরও ক্লোন করে ওই প্রতারক চক্র। এরপর আমার ফেসবুক আইডি ও মোবাইল ফোন থেকে যাকে তাকে মেসেজ পাঠিয়ে বা ফোন করে চাঁদা দাবি করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ভিসির কাছেও আমার নম্বর থেকে মেসেজ পাঠিয়ে চাঁদা দাবি করা হয়েছে। তিনি চাঁদা না দেয়ায় তাকে মেসেজ পাঠিয়ে গালাগাল করা হয়েছে। এভাবে চাঁদা না দেয়ায় অনেককে গালাগাল ও অশ্লীল মন্তব্য করে মেসেজ দেয়া হচ্ছে। এতে করে আমি বিব্রতকর অবস্থায় রয়েছি। এদিকে ঘটনা জানার পর রবিবার এমপি আয়েন তার নতুন ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘আমার আইডি অনেকদিন আগেই হ্যাক করা হয়েছে। এই আইডি হতে যাদের বিরক্তিকর মেসেজ, গালাগাল দেয়া হয়েছে বা হচ্ছে- তা আমার না। আমার কাছে যে অভিযোগ আসছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’ সাংসদ আয়েন উদ্দিনের একান্ত সহকারী ইকবাল হোসেন বলেন, সাংসদের দুটি ফোন নম্বর ক্লোন করা হয়েছে। একটি গ্রামীণফোন ও অপরটি বাংলালিংক। ওই দুই নম্বর থেকে ফোন ও সাংসদের ফেসবুক আইডি থেকে মেসেজ পাঠিয়ে তার পরিবারের সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী, ব্যবসায়ী এমন ৩০ থেকে ৪০ জনের কাছ থেকে চাঁদা আদায় করেছে ওই প্রতারক চক্র। পাঁচ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
×