ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাবতলী-সদরঘাট সংযোগ সড়কের দু’পাশে ৩৭ একর জমি অবৈধ দখল থেকে উদ্ধার

প্রকাশিত: ০৮:২৬, ৯ জুলাই ২০১৭

গাবতলী-সদরঘাট সংযোগ সড়কের দু’পাশে ৩৭ একর জমি অবৈধ দখল থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গাবতলীর বেড়িবাঁধে অবস্থিত গাবতলী-সদরঘাট সংযোগ সড়কের দু’পাশের প্রায় ৩৭ একর জমি অবৈধ দখল থেকে উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ২ দিনব্যাপী চলা এ অভিযানে সড়কটির রামচন্দ্রপুর সøুইসগেট এলাকায় শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এ অভিযান শনিবার দুপুর পর্যন্ত চলে। দু’দিনের উচ্ছেদ অভিযানে প্রায় ৫০০ অস্থায়ী টিনশেড স্থাপনা, ৫০টি স্থায়ী দোকানঘর, ইট-বালুর আড়ত, সীমানা প্রাচীরসহ অসংখ্য টায়ারপট্টি উচ্ছেদ করা হয়। অবশিষ্ট জমি উদ্ধার হলে ডিএনসিসি এ স্থানে একটি এ্যাসফল্ট প্লান্ট এবং কেন্দ্রীয় পরিবহন ওয়ার্কশপ নির্মাণ করবে বলে জানা গেছে। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করে। উচ্ছেদ অভিযানকালে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মহাব্যবস্থাপক (পরিবহন) লেফটেন্যান্ট কর্নেল এম এম সাবের সুলতান, অঞ্চল-৪-এর নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ, অঞ্চল-৪- এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোবাশ্বের চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেনসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×