ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বোথাম-ইমরানদের ছাড়িয়ে মঈন আলি

প্রকাশিত: ০৬:১৪, ৯ জুলাই ২০১৭

বোথাম-ইমরানদের ছাড়িয়ে মঈন আলি

স্পোর্টস রিপোর্টার ॥ নেতৃত্বের অভিষেকেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে লর্ডস টেস্টের আলো কেড়ে নেন জো রুট। তৃতীয়দিনে ইংলিশ শিবিরে সে আলোর রোশনাইটা আরও বড়িয়ে দিয়েছেন মঈন আলি। শনিবার বল হাতে শততম শিকারের মধ্য দিয়ে ইতিহাসের পঞ্চম দ্রুততম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট ও ২০০০ রানের মাইলফলক অতিক্রম করেন তুখোড় ইংলিশ অলরাউন্ডার। যে তালিকায় সবার ওপরে বাংলাদেশের প্রাণ সাকিব-আল হাসান। মঈন খেলেছেন ৩৮ টেস্ট। সবার ওপরে থাকা সাকিব ৩১। ৩৬ টেস্টে এ কীর্তি গড়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার ট্রেভর গাডার্ড, ৩৭ ম্যাচে এ অর্জনে পরের দুটি স্থানে ইংলিশ অলরাউন্ডার টনি গ্রেগ ও কিথ মিলার। অর্থাৎ ইংল্যান্ডের হয়ে মঈনই এখন সবার ওপরে। সাকিব রেকর্ডটির চূড়ায় থাকলেও ইয়ান বোথাম-ইমরান খানের মতো গ্রেটদের ছাড়িয়ে পঞ্চম স্থানে মঈন আলি। লর্ডস টেস্টের প্রথমদিন মঈন শেষ করেছিলেন ৬১ রান নিয়ে। শুক্রবার দ্বিতীয়দিনে ইংলিশ অলরাউন্ডার নিজের স্কোর নিয়ে যান ৮৭তে। ২০১৪ রান করে টেস্টে দুই হাজার রানের মাইলফলক অতিক্রম করেন। আর ৯৮ উইকেট নিয়ে শুরু করে ৩ শিকারের পথে ২ উইকেট তুলে নিয়ে বসে যান বোথাম-ইমরান-কপিল-সাকিবদের পাশে। ২০০০ রান ও ১০০ উইকেট নিতে সবচেয়ে কম সময় নিয়েছেন সাকিব। ৩৬ টেস্ট খেলে সাকিবের পরপরই আছেন দক্ষিণ আফ্রিকার ট্রেভর গডার্ড। তৃতীয় স্থানে আছেন ইংলিশ গ্রেট অলরাউন্ডার টনি গ্রেগ। কিথ মিলারও দুই হাজার রান ও ১০০ উইকেট নেন ৩৭তম টেস্টে। মঈনের অবস্থান তাই পঞ্চম। বিশ্বসেরা অন্য অলরাউন্ডারদের মধ্যে ইয়ান বোথাম ৪২ টেস্ট খেলে দুই হাজার রান ও ১০০ উইকেট নিলেও এমন কীর্তি গড়তে ইমরান খান ও কপিল দেব, দু’জনই খেলেছেন ৫০টি করে টেস্ট। জ্যাক ক্যালিসের লেগেছিল ৫৩ টেস্ট আর নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলির ৫৪। কেবল তাই নয়, আমলাকে আউট করে সপ্তম ইংলিশ অফ স্পিনার হিসেবে ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন মঈন। ২৫৫ উইকেট নিয়ে তালিকার শীর্ষে সাবেক তারকা গ্রায়েম সোয়ান। পেস আক্রমণ ধরলে সর্বোপরি টেস্টে অভিষেক হওয়ার পর থেকে ইংল্যান্ডের হয়ে তারচেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল স্টুয়ার্ট ব্রড (১৩২) ও জেমস এ্যান্ডারসন (১২৪)। সাকিবের (২০০৭) সাত বছর পর (২০১৪) অভিষেক হলেও বাংলাদেশী অলরাউন্ডারের চেয়ে মাত্র ১১ টেস্ট পিছিয়ে মঈন। লর্ডস টেস্টের প্রথম দু’দিন ছড়ি ঘুরিয়েছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। যেখানে নেতৃত্ব দিয়েছেন রুট। ১০ রানের জন্য ডাবল সেঞ্চুরি হয়নি, বসতে পারেননি ডাউলিং (নিউজিল্যান্ড) ও শিবনারায়ণ চন্দরপলের (ওয়েস্ট ইন্ডিজ) পাশে। তবে নেতৃত্বের অভিষেকে ইংলিশম্যান হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটা ঠিকই নিজের করে নিয়েছেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। অধিনায়কত্বের অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংসটি গ্রাহাম ডাউলিংয়ের। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে ২৩৯ রানের ওই ইনিংসের পর গত পঞ্চাশ বছরে কেউই তাকে টপকাতে পারেননি। কাছাকাছি গিয়েছিলেন চন্দরপল (২০৩*)। রুটের ইনিংসে ইংল্যান্ডের একটি রেকর্ড অক্ষুণœœ থাকল। এ নিয়ে টানা চার ইংলিশ অধিনায়ক সেঞ্চুরি দিয়ে তাদের অধিনায়কত্ব শুরু করলেন। এ্যালিস্টার কুক (১৭৩), কেভিন পিটারসেন (১০০) ও এ্যান্ড্রু স্টস (১২৮) প্রত্যেকেরই নেতৃত্বের শুরু তিন অঙ্ক দিয়ে।
×