ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুশ বিপ্লবের শতবর্ষ

মাসব্যাপী পুঁজিবাদ বিরোধী কর্মসূচী পলনের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৭:৪১, ৮ জুলাই ২০১৭

মাসব্যাপী পুঁজিবাদ বিরোধী কর্মসূচী পলনের সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ রুশ বিপ্লব তথা অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদ্যাপনে মাসব্যাপী পুঁজিবাদ বিরোধী কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটি। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় সমাজতান্ত্রিক মতাদর্শে অনুসারী ব্যক্তি ও রাজনৈতিক সংগঠনসমূহের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই জাতীয় কমিটির সাধারণ সভার খসড়া আলোচিত হয়। সেখানে এবারের বলশেভিক বিপ্লবের শতবর্ষ উপলক্ষে কোন কোন বিষয়কে গুরুত্ব দেবে তা আলোচিত হয়। সভায় ভাষা সৈনিক আহমদ রফিক, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ বিভিন্ন বাম গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রগতিশীল ছাত্র-যুব-শ্রমিক-কৃষক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। আগামী ১২ জুলাই শতবর্ষ উদ্যাপন উপলক্ষে রাজধানীর মুক্তি ভবনে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন তারা। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
×