ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপবাদ সইতে না পেরে ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:০৪, ৮ জুলাই ২০১৭

অপবাদ সইতে না পেরে ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৭ জুলাই ॥ শিক্ষকের সঙ্গে পরকীয়ার অপবাদ সইতে না পেরে মেধাবী স্কুলছাত্রী হীরামনি তিসা (১৫) আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমুল্লগী গ্রামে। তিসা ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিল। বৃহস্পতিবার গভীর রাতে ভাঙ্গা থানা পুলিশ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে। তিসার পিতা মনিরুজ্জামান ভুইয়া ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য ভাঙ্গা থানা সংলগ্ন একটি ভাড়া বাড়িতে বসবাস করত। পুলিশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে লাশ মর্গে প্রেরণ করেছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসনে জানায়, বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ ছাত্রীটির বাসায় প্রাইভেট পড়াতে যায়। কিছুক্ষণ পড়ে ওই শিক্ষকের স্ত্রী রুমে ঢুকে স্বামী ও ছাত্রীকে জড়িয়ে পরকীয়ার অপবাদসহ অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সকলকে সরিয়ে দেয়। ছাত্রীটি অপবাদ সহ্য করতে না পেরে গভীর রাতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে। শিক্ষক তার পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছে। ময়মনসিংহে আসামি ছিনতাই, ফাঁড়ি ভাংচুর ॥ তিন পুলিশ আহত স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়িতে যুবলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার রাতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। পুলিশ এ সময় শান্ত নামে এক হামলাকারীকে আটক করেছে। এর আগে পুলিশের কাছ থেকে অপু নামে এক আসামিকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। এই ঘটনায় পুলিশ নয়জনের নাম উল্লেখসহ ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। শুক্রবার পুলিশ অভিযান চালিয়ে কলেজ রোড থেকে সাজ্জাদ হোসেন নামে আরও একজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদাবাজির অভিযোগে শহরের কলেজ রোড এলাকা থেকে খুনসহ একাধিক মামলার আসামি অপুকে গ্রেফতার করে ২ নম্বর পুলিশ ফাঁড়িতে আনা হয়। এর এক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে শহর যুবলীগ সদস্য মনিরুজ্জামান রনির নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে আসামি অপুকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ বাধা দিলে তাদের ওপর চড়াও হয়ে মারধর করে। এ ঘটনায় এএসআই শিবলি, কনস্টেবল রাজন ও আফসার উদ্দিন আহত হলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে গ্রেফতার শান্ত ও সাজ্জাদকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
×