ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

সুন্দরবনের সৌন্দর্যে ঝলমল অভিশঙ্করের ক্যানভাস

প্রকাশিত: ০৫:৪৯, ৮ জুলাই ২০১৭

সুন্দরবনের সৌন্দর্যে ঝলমল অভিশঙ্করের ক্যানভাস

স্টাফ রিপোর্টার ॥ শুভ্রতার প্রতীক সাদা রঙের জমিনে চিত্রিত ক্যানভাস। চিত্রপটের ওপরে দৃশ্যমান নয়নজুড়ানো নীল আকাশ। ভূমিতে দৃশ্যমান সবুজ বৃক্ষরাজিতে সজ্জিত অরণ্য। ডালপালা ছড়িয়ে থাকা সেই বনের মাঝে বিচরণ করছে একঝাঁক চিত্রা হরিণ। সেগুলোর কোনটি ঘন ঘাসে মুখ ডুবিয়েছে আহারের সন্ধানে। কোনটি আবার আপনমনে অলস শরীরে ঘুরে ফিরছে এদিক-সেদিকে। সুন্দরবনের নিসর্গ ও প্রাণীকুলের সৌন্দর্যময় সহাবস্থানের দৃশ্যকল্পের চিত্রকর্মটি এঁকেছেন তরুণ চিত্রকর অভি শঙ্কর আইন। ছবিটি এখন ঝুলছে ধানম-ির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে। সুন্দরবনকে উপজীব্য করে আঁকা শিল্পীর এমন অনেকগুলো চিত্রকর্ম নিয়ে চলছে প্রদর্শনী। ম্যানগ্রোভ পোর্টাল শিরোনামের এ প্রদর্শনীর সূচনা হয় শুক্রবার। ছুটির দিনের সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট। বিশেষ অতিথি ছিলেন লেখক ও সাংবাদিক আনিসুল হক, চিত্রশিল্পী নাজিয়া আন্দালিব প্রিমা এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান। শিল্পীর সযতœ অনুসন্ধান এবং শিল্পভ্রমণ তাকে পৌঁছে দিয়েছে দেশের দক্ষিণ-পশ্চিম কোলঘেঁষে অবস্থান করা সুন্দরবনে। সুন্দরবনের সবুজ প্রান্ত, গোলপাতার জঙ্গল, চমকিত চিত্রা হরিণের দল, শ্বাসমূল, ভাটার টানে প্রাকৃতিক নক্সাকৃত জমিন থেকে শিল্পী খুঁজে নিয়েছেন শিল্পভাবনা। সেই ভাবনায় মেলে ধরেছেন সুন্দরবনের অতুলনীয় সৌন্দর্য। একদিকে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষত-বিক্ষত বনাঞ্চল অন্যদিকে মানবসৃষ্ট ক্ষতিসমূহ বছরের পর বছর ধরে জীববৈচিত্র্য ধ্বংস করলেও সুন্দরবন এবং নজরকাড়া চিত্রা হরিণ গভীর প্রভাব ফেলেছে অভি শঙ্করের মনে। সেই সুবাদে ক্যানভাসে উঠে এসেছে ম্যানগ্রোভ বনের মধ্যাঞ্চলে জটপাকানো শ্বাসমুলের ভেতরে ঘুরে বেড়ানো চিত্রা হরিণের দল, দলছুট হয়ে যাওয়া প্রভৃত দৃষ্টিনন্দন মুহূর্ত। চিত্রা হরিণের বিভিন্ন ভঙ্গিমার সঙ্গে প্রভাবক হয়েছে দিন-রাতসহ ভিন্ন ভিন্নœ সময়ের প্রকৃতি, আকাশ, সূর্যালোক এবং বিভিন্ন ঋতু বিশেষ করে বর্ষাকাল। সব মিলিয়ে ক্যানভাসে শিল্প রসদের সঙ্গে ঘটেছে প্রকৃতির চমৎকার এক রসায়ন। চিত্রকর্মের শিরোনামেও আছে বৈচিত্র্যময়তা। ল্যাটিন, ইতালিয়ান, গ্রিক ও ইংরেজীতে নামকরণ হয়েছে ছবিগুলোর। এ্যাক্রেলিক মাধ্যমের আশ্রয়ে আঁকা হয়েছে ছবিগুলো। সব মিলিয়ে প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে ২৫টি চিত্রকর্ম। প্রদর্শনীটি চলবে ১৯ জুলাই পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। লোক নাট্যদলের উৎসবে মঞ্চস্থ চার নাটক প্রতিষ্ঠার তিন যুগ পূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে চলছে লোক নাট্যদলের চারদিনের নাট্যোৎসব। চারদিনব্যাপী উৎসবটির তৃতীয়দিন ছিল শুক্রবার। এদিন মঞ্চস্থ হয় চারটি নাটক। প্রত্যেকটি প্রযোজনারই নির্দেশনা দিয়েছেন দলটির অধিকর্তা লিয়াকত আলী লাকী। একাডেমির জাতীয় নাট্যশালায় মূল মিলনায়তনে বিকেল ৪টা থেকে পরপর তিন নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটক তিনটি হলো লিয়াকত আলী লাকীর গ্রন্থনা ও পরিকল্পনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্য ‘মুজিব মানে মুক্তি’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ ও ‘রথযাত্রা’। সন্ধ্যায় একাডেমির এক্সপেরিমেন্ট থিয়েটার হলে মঞ্চস্থ হয় ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’। আজ শনিবার উৎসবের সমাপনী দিনে ১১টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘লোক নাট্যদলের কর্মমুখর তিনযুগ’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাসরীন মুস্তাফা রচিত নাটক ‘লীলাবতী আখ্যান’।
×