ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টিকে ফের ক্ষমতায় আনতে হবে ॥ এরশাদ

প্রকাশিত: ০৭:৪৮, ৭ জুলাই ২০১৭

জাতীয় পার্টিকে ফের ক্ষমতায় আনতে হবে ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে জাতীয় পার্টিকেই আবার ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, দেশের বিভিন্ন দলমতের মানুষ এখন জাতীয় পার্টির পতাকাতলে চলে আসতে শুরু করেছেন। কারণ, তারা বুঝতে পেরেছেন আগামীদিনে জাতীয় পার্টি ছাড়া আর কোন রাজনৈতিক শক্তি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না। বৃহস্পতিবার তার বনানী কার্যালয়ের মিলনায়তনে যশোরের ইসলামী ঐক্যজোটের নেতা হাকীম মুফ্তি ফিরোজ শাহ্রে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। মুফ্তি ফিরোজ তার ৮৭ অনুসারী ও দলীয় কর্মী নিয়ে জাপায় যোগদান করেন। দলের প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী সুনীল শুভ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য মেজর মোঃ খালেদ আখতার (অব), সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, কেন্দ্রীয় নেতা এসএম মুশফিকুর রহমান এবং যোগদানকারী নেতা হাকীম মুফ্তি ফিরোজ শাহ্। আশরাফ সিদ্দিকীকে দেখতে হাসপাতালে এরশাদ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকীকে দেখতে হাসপাতালে যান জাপা চেয়ারম্যান এরশাদ। এ সময় জাপা কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর (অব) খালেদ আখতার উপস্থিত ছিলেন।
×