ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সি আর সেভেনকে ‘ঝামেলার ফুটবলার’ বললেন বেয়ার্ন মিউনিখের সাবেক কোচ ;###;ওটমার হিজফিল্ড

এক ছবি পোস্ট করেই কোটিপতি রোনাল্ডো

প্রকাশিত: ০৬:২৯, ৭ জুলাই ২০১৭

এক ছবি পোস্ট করেই কোটিপতি রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবদিক দিয়েই সুখের সময় অতিবাহিত করছেন। রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলারের অর্থ-কড়ির অভাব নেই। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ তিনিই। সবদিক থেকেই অর্থ যেন উপচে পড়ে সি আর সেভেনের পায়ে। তা না হয়ে কি আর উপায় আছে। একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেই যদি কোটি কোটি টাকা পান তাহলে বুঝুন কি অবস্থা। না, ভুল পড়ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেই প্রায় তিন কোটি টাকা আয় করে থাকেন রোনাল্ডো। হবেই বা না কেন, ইনস্টাগ্রামে সি আর সেভেনকে অনুসরণ করেন প্রায় ১১ কোটি মানুষ। যার অর্থ হচ্ছে রোনাল্ডো একটি ছবি পোস্ট করলে নিমেষেই সেটি বিশ্বের ১১ কোটি মানুষের কাছে চলে যায়। এ সুযোগটাই লুফে নিয়েছেন বিজ্ঞাপনদাতারা। রোনাল্ডো একটি ছবি পোস্ট করলে সেখানে বিজ্ঞাপন দেয়ার হিড়িক পড়ে যায়। এ সুযোগে তিন কোটি টাকাও পেয়ে যান পর্তুগীজ অধিনায়ক। ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ব্লগ হপার এইচকিউ জানিয়েছে এমন তথ্য। ইনস্টাগ্রামে আয়ের দিক থেকে রোনাল্ডোর চেয়েও এগিয়ে আছেন মার্কিন সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজ ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান। ইনস্টাগ্রামে সেলেনা গোমেজকে অনুসরণ করেন ১২ কোটির বেশি মানুষ। আর কিম কার্দেশিয়ানের অনুসরণকারী ১০ কোটির বেশি। তবে উত্তেজনার ছবি শেয়ার করার কারণে রোনাল্ডোর চেয়ে বেশি আয় করেন কার্দাশিয়ান। সেলেনা গোমেজ প্রতি ছবি শেয়ার করলে পান চার কোটি টাকার বেশি। সেখানে কার্দাশিয়ানের আয় প্রায় চার কোটি টাকা। আয়ের দিক থেকে রোনাল্ডোর পেছনে আছেন কেইলি জেনার ও কেনডাল জেনার। প্রতি ছবি শেয়ার করলে তারাও প্রায় তিন কোটি টাকা আয় করেন। কম যান না কিম কার্দাশিয়ানের বোন লিও কার্দাশিয়ান। প্রতি পোস্টে প্রায় দুই কোটি টাকা আয় করেন এই মডেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনাল্ডোর অনুসারী প্রায় ২১ কোটি। প্রথম মানুষ হিসেবে ফেসবুকে ২০০ মিলিয়ন ফলোয়ার আছে তার। ফেসবুক, টুইটার থেকে প্রতিবছর কয়েক ’শ কোটি আয় করে থাকেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার। এদিকে শেষ পর্যন্ত রিয়ালের সঙ্গে রোনাল্ডোর সম্পর্কটা যদিই ভেঙ্গেই যায় তাহলে কোথায় পাড়ি দেবেন তিনি? জোরেশোরে শোনা যাচ্ছে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কথা। সি আর সেভেন নাকি পা ফেলতে পারেন পিএসজি অথবা বেয়ার্ন মিউনিখেও। তবে বিশ্বসেরা ফুটবলারকে বেয়ার্নে আনতে আপত্তি তুলেছেন ওটমার হিজফিল্ড। বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সাবেক কোচের দাবি রোনাল্ডোকে দলে ভেড়ালে ঝামেলায় পড়বে বাভারিয়ানরা। হিজফিল্ডের দাবি, রোনাল্ডোকে কিনতে ও তার বেতনের টাকা যোগাতে ব্যাংকে লোনের পেছনে দৌড়াতে হবে বেয়ার্নকে। হিজফিল্ড বলেন, আমি যখন এই গুজব শুনি তখন মুখ টিপে হেসেছি। বড়দিনের উপহার হিসেবেও যদি রোনাল্ডোকে দলে টানা হয় তাতেও একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে। সে ক্লাবে আসলে ব্যাংকে ব্যাংকে দৌড়াতে হবে। বেতন কাঠামো ভেঙ্গে পড়বে। খেলোয়াড়দের মধ্যে হতাশা সৃষ্টি হবে। এই ঝামেলা যেন ক্লাবে না আনা হয়।
×