ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিদান পুত্র এনজোর দাবি

আমি বাবার চেয়ে আলাদা

প্রকাশিত: ০৬:২৬, ৭ জুলাই ২০১৭

আমি বাবার চেয়ে আলাদা

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের যুব দলের সঙ্গে ছিলেন এনজো জিদান। কিন্তু গত সপ্তাহেই স্পেনের জায়ান্ট ক্লাবটি ছেড়ে আলাভেসে নতুন করে ঠিকানা গড়েছেন জিনেদিন জিদানের ছেলে। নতুন চুক্তি অনুযায়ী আগামী তিন বছর আলাভেসেই থাকছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। রিয়াল ছাড়ার পর নতুন ক্লাবে নিজের সেরাটা ঢেলে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এনজো। শুধু তাই নয়, এ সময় কথা বলেছেন নিজের কিংবদন্তি বাবা জিনেদিন জিদানকে নিয়েও। অনেকেই তাকে বাবার সঙ্গে তুলনা করেন। তবে তরুণ প্রতিভাবান এই ফুটবলার অবশ্য সেই তুলনা মানতে নারাজ। এ প্রসঙ্গে এনজো জিদান বলেন, ‘বাবার সঙ্গে আমার সবসময়ই তুলনা করা হয়। এটাতে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এ নিয়ে আমি মোটেই খুব বেশি চিন্তা করি না। তবে আমার বাবা তো বাবাই, এটাও মনে রাখতে হবে যে আমি এনজো। বাবার চেয়ে আলাদা, ভিন্ন একজন খেলোয়াড়।’ বাবার মতো একই পজিশনে খেলেন এনজো। কিন্তু তারপরও নিজেকে জিদানের সঙ্গে তুলনায় নারাজ সদ্য সাবেক রিয়াল মাদ্রিদের এই প্রতিভাবান ফুটবলার। এ বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, ঠিক আছে আমরা একই পজিশনে খেলি কিন্তু আমার খেলার তো একটা নিজস্ব ধারা আছে। আমি ভিন্ন একজন খেলোয়াড়। আমি ভাবছি শুধু কঠোর পরিশ্রম করে যাব এবং প্রতিদিনই উন্নতি করতে চাইব।’ খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন ছিলেন জিনেদিন জিদান। বর্তমানে দায়িত্ব পালন করছেন কোচ হিসেবে। সেই সূত্রে দীর্ঘদিন ধরেই রিয়াল বাবা-ছেলে একসঙ্গে ছিলেন। স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের যুব দলের হয়ে ৭৮ ম্যাচ খেলেছেন এনজো জিদান। এই সময়ের মধ্যে নিজে সাত গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৫ গোল। রিয়াল মাদ্রিদের সিনিয়র দলের হয়ে কোপা ডেল’রের ম্যাচে অভিষেক হয়েছিল তার। শুধু তাই নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের জন্যও স্কোয়াডে জায়গা পেয়েছিলেন এনজো জিদান। কিন্তু মূল একাদশে খেলার সুযোগ পাননি তিনি। তবে এনজো জিদান জানালেন নতুন ক্লাব আলাভেসের হয়ে সম্ভাব্য সব জয়েরই চেষ্টা করবেন তিনি। এ বিষয়ে ফরাসী কিংবদন্তি জিদানের উত্তরসূরি বলেন, ‘আমি দলের জন্য খেলতে চাই। দুর্দান্ত একটি মৌসুম উপভোগ করার জন্য সম্ভাব্য সব কিছুতেই সহায়তা করতে চাই।’ এদিকে খেলোয়াড় হিসেবে রাজত্ব করা জিদান এখন কোচ হিসেবেও ছুটছেন দুর্বার গতিতে। প্রথম মৌসুমেই রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা উপহার দেন তিনি। গত মৌসুমে তো আরও দুর্বার জিদানের রিয়াল। তার সৌজন্যেই চ্যাম্পিয়ন্স লীগের যুগে প্রথমবারের মতো টানা দুইবার ইউরোপ সেরার মুকুট পরে রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, দীর্ঘ পাঁচ বছর পর স্প্যানিশ লা লিগার শিরোপাও পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ। ফরাসী কোচের লক্ষ্য এখন নতুন মৌসুমেও নিজের সেরাটা ঢেলে দেয়া। সেজন্য ইতোমধ্যেই দল ঘোচানোর কাজ শুরু করে দিয়েছেন জিনেদিন জিদান। সাফে দুটি নতুন টুর্নামেন্ট স্পোর্টস রিপোর্টার ॥ এ বছর থেকে সাফ ফুটবলে দুটি নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু হচ্ছে। একটি ছেলেদের, একটি মেয়েদের। মেয়েদেরটি সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপ, ছেলেদেরটি সাফ অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপ। বাফুফে সূত্রে জানা গেছেÑ দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও এ বছরই টুর্নামেন্ট দুটির অভিষেক হবে। মেয়েদেরটি ঢাকায় এবং ছেলেদেরটি ভুটানে অনুষ্ঠিত হতে পারে। এই টুর্নামেন্ট দুটির গ্রুপিং ড্র অনুষ্ঠিত হবে আগামী ১০ জুলাই, দুপুর ১টায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সম্মেলন কক্ষে।
×